দু’বছর পর ২ সিংহাসন হারালেন জোকার

এটিপি ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারালেন নোভাক জকোভিচ।

Must read

দুবাই, ২৫ ফেব্রুয়ারি : এটিপি ক্রমতালিকায় এক নম্বর জায়গা হারালেন নোভাক জকোভিচ। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে টানা এটিপি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু দুবাই ওপেনে চেক প্রজাতন্ত্রের যোগ্যতা অর্জনকারী জেরি ভেসেলির কাছে অপ্রত্যাশিত হারে সিংহাসনচ্যুত হলেন জকোভিচ। একে উঠে এলেন দানিল মেডভেডেভ।

আরও পড়ুন-নতুন বিভাগেও সোনা জয় চানুর

আগামী সোমবার এটিপি যে নতুন ক্রমতালিকা প্রকাশ করবে, তাতেই নতুন এক নম্বর হিসেবে দেখা যাবে রাশিয়ার দানিল মেডভেডেভকে। এটিপি ক্রমতালিকায় রেকর্ড ৩৬১ সপ্তাহ এক নম্বরে ছিলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। শুধু শীর্ষস্থান হারানোই নয়, বছরের শুরুতে ভ্যাকসিন বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারায় রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগও হাতছাড়া করেছেন।

আরও পড়ুন-জাদেজাকে উপরেই ব্যাট করাবেন রোহিত

অস্ট্রেলিয়ায় জকোকে নিয়ে এবার তুমুল কাণ্ড ঘটেছে। এমনকী অভিবাসন দফতর তাঁকে আটক করেও রেখেছিল। জকো আদালতের লড়াইয়ে প্রাথমিকভাবে জিতলেও পরে কিন্তু তাঁকে অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছে। দীর্ঘদিন বাদে দুবাই ওপেনে তিনি কোর্টে নেমেছিলেন। নেমে জকোর বক্তব্য ছিল, তিনি যেন প্রাণ ফিরে পেলেন। কিন্তু তাঁকে হেরে জেতে হল কোয়ার্টার ফাইনালে।

Latest article