সংবাদদাতা, ঘাটাল : নির্বাচনী বিধিভঙ্গের দায়ে ঘাটাল থানার পুলিশের হাতে শুক্রবার রাতে গ্রেফতার হন বিজেপি (BJP) প্রার্থী ফাল্গুনী মিশ্র। নাকা চেকিংয়ের সময় নগদ ৭০ হাজার ৫০০ টাকা-সহ পশ্চিম মেদিনীপুর জেলার খড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওই বিজেপি প্রার্থীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুর নির্বাচন বিধি ভাঙার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ। শুক্রবার রাত বারোটা নাগাদ বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র যখন ৮ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা দিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় সেখানে চলছিল পুলিশের টহলদারি। পুলিশ চেকিংয়ের মুখে পড়েন বিজেপি (BJP) নেতা ফাল্গুনী মিশ্র। বাইকের মধ্যে থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ। ভোটের আগে মাঝরাতে এত পরিমাণ নগদ টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, কেন ঘুরছিলেন সে বিষয়ে পুলিশের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। ফলে রাতেই নির্বাচনী বিধি লঙ্ঘন করায় গ্রেফতার করা হয় ওই বিজেপি প্রার্থীকে। নির্বাচন কমিশনের নিয়মমাফিক যেসব এলাকায় নির্বাচন আছে, সেখানে ৫০ হাজারের বেশি নগদ টাকা নিয়ে যেতে হলে যথাযথ নথি সঙ্গে রাখতে হয়। তা না থাকলে পুলিশ ওই টাকা বাজেয়াপ্ত করতে পারে। ফাল্গুনী বলেন, তিনি খড়ার নির্বাচনী আহ্বায়ক। নির্বাচনী খরচের দলীয় টাকা নিয়েই যাচ্ছিলেন। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, বিজেপি প্রার্থীকে ফাঁসানো হয়েছে। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি জানান, পুরভোটে ভোটারদের প্রভাবিত করতেই টাকার লেনদেন করছে বিজেপি। রাতেই যদিও জামিন পেয়ে যান বিজেপি নেতা।