আশ্বস্ত করলেন অসহায় শ্রমিক পরিবারদের, বাগান খুলতে উদ্যোগী তৃণমূল নেতা

Must read

সংবাদদাতা, দার্জিলিং : দার্জিলিং পুরভোটের প্রচার শেষ করেই বন্ধ চা-বাগান খোলায় উদ্যোগী হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চেয়ারম্যান অলোক চক্রবর্তী। শুক্রবার বিকেলে শেষ হয় প্রচারপর্ব। তাই শনিবার চা-বাগান কর্মীদের পাশে দাঁড়ালেন অলোকবাবু। ৬ ফেব্রুয়ারি থেকে নানা সমস্যার কারণে বন্ধ হয়ে রয়েছে পাহাড়ের বহু পুরনো কাঞ্চনভিউ চা-বাগান। শনিবার অলোক চক্রবর্তী ও দার্জিলিং হিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাধারণ সম্পাদক এন বি খাওয়াস বন্ধ বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলতে সেখানে যান। ওই চা-বাগান বন্ধ হয়ে যাওয়ার কারণে বাগানের শ্রমিকরা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছেন। শ্রমিকদের সঙ্গে বাগান খেলার বিষয়ে কথা বলেন অলোকবাবু। অলোকবাবু শ্রমিকদের আশ্বস্ত করেন, প্রশাসনিক সূত্রে আলোচনা করে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাগান খোলার উদ্যোগ নেবেন তিনি। তিনি বলেন, কিছুদিন আগে এই চা-বাগানের হেরিটেজ বাংলো বাড়িটি আগুনে পুড়ে যায়। এটা খুব দুঃখজনক। তবু মালিক ও প্রশাসনের সঙ্গে বাগান খোলার ব্যাপারে দ্রুত কথা বলবেন।

Latest article