সারা বাংলা জুড়ে চলছে পুরভোট। তবে নির্বাচনের তালিকা থেকে বাদ পড়েছে হাওড়া জেলা। কেন হাওড়ার ভোট আটকে রাখছেন রাজ্যপাল, তার প্রতিবাদে আজ দক্ষিণ হাওড়ার ৪০ নাম্বার ওয়ার্ডে এক বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ মিছিলে পা মেলান দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক নন্দিতা চৌধুরী, ব্লক সভাপতি বিশ্বজিত মুখার্জী, হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ, হাওড়া জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বোস সহ একাধিক নেতৃত্ব।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রী শান্তি ফিরিয়েছেন, এবার ভোটে শান্ত পাহাড়
হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ বলেন, ভোট দেওয়া মানুষের গনতান্ত্রিক অধিকার। রাজ্যপাল হাওড়ার মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। কেন্দ্র প্রতিনিয়ত জিনিসের মূল্যবৃদ্ধি করে চলেছে, করোনার প্রকোপে বহু মানুষ অর্থনৈতিক ভাবে দূর্বল হয়ে পড়েছে, কেন্দ্রের সেদিকে কোনও নজরই নেই। আজ দক্ষিণ হাওড়ার শুধু একটি মাত্র ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে নেমেছে আগামী দিনে সারা হাওড়াবাসী পথে নামবে।
দক্ষিণ হাওড়ার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক নন্দিতা চৌধুরী বলেন, যত শীঘ্র সম্ভব রাজ্যপাল হাওড়ার পুরভোটের অনুমতি দিক। হাওড়ার ভোট নিয়ে ওনার সমস্যা কোথায় তা অজানা আমাদের কাছে। অন্যদিকে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে একাধিক জিনিসের মূল্যবৃদ্ধি করে চলেছেন। মানুষের বেঁচে থাকা কঠিন থেকে কঠিনতর হচ্ছে এই কেন্দ্রীয় সরকারের জন্য। আজ ৪০ নাম্বার ওয়ার্ড পথে নেমেছে আগামী দিনে দক্ষিণ হাওড়ার মানুষ একত্রিত হয়ে পথে নেমে বিক্ষোভ দেখাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাবে আটকে রাখা যায় নি আর যাবেও না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে আগামীদিনেও থাকবে। কেন্দ্রের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি বিরূপ আচরণ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তথা তৃণমূল কংগ্রেসের হাত ততই শক্ত হবে।