স্বাধীনতা রক্ষায় লড়ে যাব: জেলেনস্কি

Must read

প্রতিবেদন : তিনদিক চক্রব্যূহ তৈরি করে রাশিয়ার বেলাগাম হামলায় কোণঠাসা ইউক্রেন। রাজধানী কিয়েভ কার্যত ঘিরে ফেলে লাগাতার চলছে বোমাবর্ষণ। লড়াই অসম হলেও তা জারি রেখেছে ইউক্রেন। এহেন পরিস্থিতির মাঝে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) জানিয়ে দিলেন দেশের স্বাধীনতা রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তিনি।

শুক্রবার রাতে কিয়েভের প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে নিজের মোবাইলে এক ভিডিও বার্তা দেন জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। যেখানে তিনি বলেন, ‘‘আমরা সকলে এখানে আছি। আমাদের সামরিক বাহিনীও এখানে। আমাদের দেশের নাগরিকরাও এখানে। আমরা সকলে এখানে আমাদের দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করছি। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে এভাবেই দেশের স্বাধীনতা রক্ষা করে যাব। রক্ষকদের গৌরব আমাদের গৌরব।” বলার অপেক্ষা রাখে না যখন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর হামলা শুরু করেছে, ঠিক সেই সময় প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে জেলেনস্কির এই বার্তা আসলে দেশবাসী ও দেশের সেনাবাহিনীর মনোবলকে চাঙ্গা করার উদ্দেশ্যে।

আরও পড়ুন – মিডিয়ার কণ্ঠরোধে কড়া হুমকি পুতিনের

উল্লেখ্য, এর আগে ইউক্রেন প্রেসিডেন্টের দেশ ছাড়ার জল্পনা শুরু হওয়ার পর শুক্রবার রাতে আরও এক ভিডিও বার্তা প্রকাশ করেন জেলেনস্কি। যেখানে তিনি জানান, ‘‘রাশিয়ার এক নম্বর লক্ষ্য আমিই। দু’নম্বরে রয়েছে আমার পরিবার। রাশিয়া চায় আমাকে শেষ করে আমার দেশকে রাজনৈতিক ভাবে নিঃস্ব করে দিতে। কিন্তু আমি পালাব না। এখানেই থাকব। যেখানে আমার সেনারা প্রতি মুহূর্তে রাশিয়ার সঙ্গে লড়াই করছে।” এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ইউক্রেনের জনতা এবং সে দেশের সেনার কাছে জেলেনস্কি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের আহ্বান জানিয়েছেন। এমনকী, ইউক্রেনের প্রেসিডেন্টের শান্তি আলোচনার প্রস্তাবকেও খারিজ করেছেন তিনি। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, যত দ্রুত সম্ভব জেলেনস্কিকে বন্দি করতে তৎপর রাশিয়া। এই পরিস্থিতিতে পালিয়ে না গিয়ে দেশবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করতে তৈরি ইউক্রেন প্রেসিডেন্ট।

Latest article