সোমবার দুপুরে হাওড়ায় সাঁকরাইলে (Sankrail) ৬ নম্বর জাতীয় সড়কের পাশে জালান কমপ্লেক্সে তুলোর গুদামে ভয়াবহ আগুন লাগে। এদিন দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ এই আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। শর্টসার্কিটের জেরে এই আগুন লেগে যায় বলে মনে করছে দমকলের আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্তরকম চেষ্টা চালাচ্ছে তারা তবে কারখানায় প্রচুর দাহ্য বস্তু থাকায় ক্রমশই আগুন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি কয়েকটি কারখানাতেও ছড়িয়ে পড়েছে আগুন। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়েছে জালান কমপ্লেক্সের কাপড়ের দু’টি গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনতে ক্রেন নিয়ে এসে ভাঙা হয়েছে কারখানার দেওয়াল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গোডাউনের ভিতর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে দমকল আধিকারিক সূত্রের খবর। আগুন লাগার সময় কারখানার ভিতরে কোনও শ্রমিক ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিক। এলাকায় এই মুহূর্তে রয়েছে সাঁকরাইল (Sankrail) থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসেনি আগুন। পাশাপাশি কারখানা গুলিকে ফাঁকা করছে পুলিশ।