বিশ্বকাপের জন্য ফিট মান্ধানা

Must read

রংগিওরা, ২৮ ফেব্রুয়ারি: ভারতীয় দলের জন্য স্বস্তির খবর। বাউন্সারে মাথায় আঘাতের ধাক্কা সামলে আসন্ন বিশ্বকাপের জন্য ফিট ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Shriniwas Mandhana)। সোমবার ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হল, বিশ্বকাপে খেলতে কোনও বাধা নেই স্মৃতির (Smriti Shriniwas Mandhana)। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পায় ভারত। কিন্তু ম্যাচে প্রোটিয়া পেসার শবনিম ইসমাইলের বাউন্সারে মাথায় আঘাত পান স্মৃতি। চোটের ধাক্কায় আর ব্যাট করতে পারেননি ভারতীয় ব্যাটার। কিন্তু ২৪ ঘণ্টা দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর স্মৃতিকে ফিট ঘোষণা করা হয়। কারণ, বাউন্সারে মাথায় আঘাতের পর কোনও কনকাশন পরবর্তী উপসর্গ দেখা যায়নি স্মৃতির। সাধারণত মাথায় বলের আঘাত লাগলে কনকাশন পরবর্তী উপসর্গকে গুরুত্ব দেওয়ার নির্দেশিকা রয়েছে আইসিসি-র নিয়মে। সেখানে ভারতীয় তারকাকে নিয়ে কোনও সমস্যা না থাকায় চিকিৎসকরা তাঁকে বিশ্বকাপে খেলার ছাড়পত্র দিয়েছে।
প্রসঙ্গত, ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। ৬ মার্চ ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।

Latest article