রোহিতদের সতর্ক করছেন গাভাসকর

Must read

ধরমশালা, ২৮ ফেব্রুয়ারি: গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকে কুড়ি-বিশের ফরম্যাটে মেন ইন ব্লু-র বিজয়রথ ছুটছে। টানা ১২টা টি-২০ ম্যাচে জয় এবং দেশের মাটিতে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে পর পর তিন সিরিজে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার ভারত। কিন্তু তার পরেও উদ্বিগ্ন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে ডেথ ওভারে বল করার ক্ষেত্রে দলকে উন্নতি করতে হবে বলে অধিনায়ক রোহিত এবং কোচ রাহুল দ্রাবিড়কে সতর্ক করে দিলেন কিংবদন্তি ওপেনার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে প্রথমে বল করেছে ভারত। দু’টি ম্যাচেই শুরুটা ভাল করেছিলেন বোলাররা। কিন্তু শেষ পাঁচ ওভারে অনেক রান দিয়েছেন ভারতীয় বোলাররা। সেটাই চিন্তায় রাখছে গাভাসকরকে (Sunil Gavaskar)। এই দুই ম্যাচে ভারতের ব্যাটিং ভাল হওয়ায় ম্যাচ জিততে সমস্যা হয়নি। এই ঘটনা প্রতি ম্যাচেই হওয়া উচিত নয় বলেই মনে করছেন সানি। তিনি বলেন, ‘‘একটা ম্যাচে এমনটা হতেই পারে। কিন্তু প্রতি ম্যাচেই সেটা হলে চিন্তার বিষয়। সব থেকে বড় ব্যাপার, ভারতের ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলাররা রান দিয়ে ফেলছে। শুধু শুরুটা ভাল করলে হবে না, শেষটাও ভাল করতে হবে। তা নাহলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় সমস্যা হবে।’’

Latest article