গঠিত হল বিধাননগর ও শিলিগুড়ি পুরসভার সম্পূর্ণ পুরবোর্ড, প্রকাশিত পদাধিকারীদের তালিকা

Must read

বিধাননগর ও শিলিগুড়ি পুরসভার সব পদাধিকারীদের তালিকা প্রকাশ। বিধাননগর, শিলিগুড়ি-সহ চারটি পুরসভাতেই জয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ফল ঘোষণার পরেই শিলিগুড়ির মেয়রের নাম ঘোষণা করে দেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে, দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে বাকি তিন পুরসভারও চেয়ারপার্সন, মেয়রের নাম ঘোষিত হয়। এবার দুই পুরসভার সম্পূর্ণ তালিকা প্রকাশিত হল। মেয়র-সহ অন্যান্য শীর্ষ পদাধিকারীদের নাম আগেই ঘোষণা হয়েছিল। এবার প্রকাশিত হল বিধাননগর ও শিলিগুড়ি পুরসভার সম্পূর্ণ তালিকা।

বিধাননগর পুরসভার পদাধিকারীরা হলেন :

সব্যসাচী দত্ত – চেয়ারম্যান

কৃষ্ণা চক্রবর্তী – মেয়র

অনিতা মণ্ডল – ডেপুটি মেয়র

দেবরাজ চক্রবর্তী – মেয়র পারিষদ

বাণীব্রত বন্দ্যোপাধ্যায় – মেয়র পারিষদ

তুলসী সিংহরায় – মেয়র পারিষদ

রহিমা বিবি (মণ্ডল) – মেয়র পারিষদ

আরাত্রিকা ভট্টাচার্য – মেয়র পারিষদ

সুজিত মণ্ডল – মেয়র পারিষদ

রাজেশ চিরিমার – মেয়র পারিষদ

বরো চেয়ারম্যানরা হলেন-

শাহনাওয়াজ আলি মণ্ডল – ১ নম্বর বরো

প্রণয় রায় – ২ নম্বর বরো

পিয়ালী সরকার – ৩ নম্বর বরো

মণীশ মুখার্জী – ৪ নম্বর বরো

রঞ্জন পোদ্দার – ৫ নম্বর বরো

মিনু দাস (চক্রবর্তী) – ৬ নম্বর বরো

শিলিগুড়ি পুরসভার পদাধিকারীরা হলেন : 

রাতুল চক্রবর্তী – চেয়ারম্যান

গৌতম দেব- মেয়র

রঞ্জন সরকার (রানা) – ডেপুটি মেয়র

রামভজন মাহাত – মেয়র পারিষদ

দুলাল দত্ত – মেয়র পারিষদ

কমল আগরওয়াল – মেয়র পারিষদ

মানিক দে – মেয়র পারিষদ

দিলীপ বর্মন – মেয়র পারিষদ

শোভা সুব্বা – মেয়র পারিষদ

রাজেশ প্রসাদ শাহ – মেয়র পারিষদ

সিক্তা দে বসু রায় – মেয়র পারিষদ

শ্রাবণী দত্ত – মেয়র পারিষদ

বরো চেয়ারম্যানরা হলেন-

গার্গী চট্টোপাধ্যায় – ১ নম্বর বরো

মহম্মদ আলম খান – ২ নম্বর বরো

মিলি শীল – ৩ নম্বর বরো

জয়ন্ত সাহা – ৪ নম্বর বরো

স্মৃতিকণা বিশ্বাস – ৫ নম্বর বরো

Latest article