প্রতিবেদন : ‘এ জগতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম’— এই বিশ্বাসকে সামনে রেখেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও এখন শোনা যাচ্ছে নামগান। শ্রীকৃষ্ণ চৈতন্যর বাণীর মধ্যে দিয়েই বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে ইসকন। শুধুমাত্র শান্তির বার্তাই নয়, নিরাশ্রয় ক্ষুধার্ত মানুষের জন্য আশ্রয় এবং খাবারেরও ব্যবস্থা করছে ইন্টারন্যশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইউক্রেনে (Ukraine) আটকে পড়া ভারতীয়দের পাশে তো বটেই, প্রিয়জনহারা-গৃহহারা আদি ইউক্রেনবাসীদের পাশে দাঁড়িয়েছেন ইসকনের সন্ন্যাসীরা। মুখে তুলে দিচ্ছেন অন্ন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ইসকনকে। জানা গিয়েছে সংস্থা সূত্রেই। তথ্যের দাবি, বিশ্বে সবচেয়ে বেশি কৃষ্ণভক্ত ইউক্রেনেই (Ukraine)। ইসকনের অন্তত ৫৪টি কৃষ্ণমন্দির আছে সেদেশে। ইউক্রেনেই ইউরোপের বৃহত্তম কৃষ্ণমন্দির ইসকনের। সেখান থেকেই রাজুগোপাল দাস ভয়ার্ত মানুষকে আশ্বস্ত করেছেন এক ভিডিওবার্তায়। ইউক্রেনের সীমানা ছাড়িয়ে হাঙ্গেরিতেও পৌঁছে গিয়েছে কৃষ্ণ-সচেতনতার বার্তা। যুদ্ধের আতঙ্কে বহু ইউক্রেনবাসী দেশ ছেড়ে এখন আশ্রয়ের খোঁজে হাঙ্গেরিতে। তাঁদের জন্য ত্রাণশিবির খুলেছে ইসকন। হাঙ্গেরির অজস্র কৃষ্ণভক্ত ঘরে ঘরে খাদ্যদ্রব্য মজুত করে পৌঁছে দিচ্ছেন ত্রাণশিবিরে।