জন্ম-মৃত্যুর সার্টিফিকেট এবার মিলবে অনলাইনে

Must read

প্রতিবেদন : রাজ্যে এবার জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে। এই উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দফতর একটি পৃথক পোর্টাল তৈরি করতে চলেছে। সেখানে জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানোর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি শংসাপত্রের ভুল সংশোধন বা তথ্য গত পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে। স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত ওই পোর্টাল পরিচালনা সংক্রান্ত বিষয়ে রাজ্য ও জেলা স্বাস্থ্য কর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই মর্মে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে সমস্ত জেলার স্বাস্থ্য কর্তাদের চিঠি দেওয়া হয়েছে। বার্থ এবং ডেথ সার্টিফিকেট সংক্রান্ত পোর্টাল ইতিমধ্যেই বেশ কিছু জেলায় চালু হয়েছে। হাওড়া এবং মালদা জেলার নির্দিষ্ট কিছু ব্লক, পুরসভাতে এই পোর্টাল কাজ করছে। এবার কেন্দ্রীয়ভাবে এই পোর্টাল চালু হলে রাজ্যের মানুষ বহু হয়রানি থেকে মুক্তি পাবেন বলে স্বাস্থ্য দফতরের তরফে আশাপ্রকাশ করা হয়েছে। জন্ম-মৃত্যু সংক্রান্ত সার্টিফিকেট নিয়ে নাজেহাল ও জটিলতা থাকেই। দৌড়ে দৌড়ে দিনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে নির্দিষ্ট দফতরে যেতে হয় ও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাজ হয় না। জন্ম-মৃত্যুর শংসাপত্র খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে। তাই এবার এই বিশেষ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত রাজ্যে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত তথ্য জমা হত স্বাস্থ্যমন্ত্রকের পোর্টালে। কিন্তু, সেই নিয়মে বদল ঘটানো হচ্ছে, এবার থেকে রাজ্যে স্বাস্থ্য ভবনের পোর্টাল থেকে কেন্দ্রীয় পোর্টালে যাবে যাবতীয় তথ্য। এছাড়াও হাসপাতাল থেকেই সদ্যোজাতকে দেওয়া হবে জন্ম সার্টিফিকেটও।

Latest article