টাকার বিনিময়ে যোগশিক্ষা, রামদেবকে পরিষেবা-কর দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতে আবার ধাক্কা খেলেন বিজেপি-ঘনিষ্ঠ রামদেব। টাকার বিনিময়ে তিনি যোগশিক্ষা দিয়েছেন, কিন্তু পরিষেবা-কর দেননি।

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতে (Supreme court) আবার ধাক্কা খেলেন বিজেপি-ঘনিষ্ঠ রামদেব। টাকার বিনিময়ে তিনি যোগশিক্ষা দিয়েছেন, কিন্তু পরিষেবা-কর দেননি। কর যাতে দিতে না হয় সেজন্য সমাজসেবার ধুয়ো তুলেছিলেন রামদেব। কিন্তু সেই দাবিকে আমল দিল না সুপ্রিম কোর্ট। রামদেবের অযৌক্তিক দাবি খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতিরা। যোগগুরুর সংস্থা পতঞ্জলি যোগপীঠকে যথাযথ কর দিতে হবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণনের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সংস্থা বিভিন্ন জায়গায় যোগ শিবিরের আয়োজন করে। সেই যোগ শিবিরে প্রশিক্ষণ দেওয়ার জন্য টাকাও নেওয়া হয়। অথচ, সেজন্য কোনও পরিষেবা-কর পায় না সরকার।

আরও পড়ুন-ইভিএম পাহারায় নতুন ব্যবস্থা, স্ট্রংরুমের নজরদারি নিয়ে জানাল কমিশন

সংস্থার দাবি ছিল, যোগশিক্ষা পরিষেবা করের অধীনে পড়ে না। যদিও তাদের এই দাবি মানেনি আদালত। এ-বিষয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর আবগারি এবং পরিষেবা কর সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালের এলাহাবাদ বেঞ্চ জানিয়ে দেয়, যোগগুরুর সংস্থাকে পরিষেবা-কর দিতেই হবে। ট্রাইব্যুনালের বক্তব্য ছিল, ওই যোগ শিবির যেহেতু বিনামূল্যে আয়োজিত নয়, প্রশিক্ষণের বদলে গ্রাহকদের টাকা দিতে হচ্ছে, তাই সেটা পরিষেবা করের অধীনেই পড়ে। তাই রামদেবের সংস্থাকে পরিষেবা-কর দিতেই হবে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে পতঞ্জলি। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই কর মেটাতে হবে যোগগুরুকে।

Latest article