প্রথম দফার ভোট মিটতেই মৃত্যু বিজেপি প্রার্থীর

শুক্রবারই দেশের ১০২ আসনে শেষ হয়েছে প্রথম দফার ভোটাভুটি। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার মৃত্যু হল যোগীরাজ্যের এক বিজেপি প্রার্থীর।

Must read

প্রতিবেদন : শুক্রবারই দেশের ১০২ আসনে শেষ হয়েছে প্রথম দফার ভোটাভুটি। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার মৃত্যু হল যোগীরাজ্যের এক বিজেপি প্রার্থীর। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মোরাদাবাদ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ কুনওয়ার সর্বেশ সিং। এমনকী অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারেননি তিনি। শুক্রবার মোরাদাবাদে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর শনিবারই দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বেশ। তবে বিজেপি প্রার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেও রাজনৈতিক মহলের মতে, যদি প্রার্থী গুরুতর অসুস্থই ছিলেন সেক্ষেত্রে কেন তাঁকে নির্বাচনের টিকিট দিল বিজেপি?

আরও পড়ুন-ভোটের পরই ফের অশান্ত মণিপুর, ১১ বুথে আজ পুনর্নির্বাচন

ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০১৪ ও ২০১৯ সালে পরপর দু’বার মোরাদাবাদ কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন সর্বেশ। এরপর তৃতীয়বার মোরাদাবাদ আসনের জন্য তাঁর উপরেই ভরসা রেখেছিল গেরুয়া শিবির। তবে টিকিট পেয়েও তিনি শারীরিক সমস্যার কারণে ভোটের ময়দান থেকে অনেকটাই দূরে ছিলেন। সূত্রের খবর, সর্বেশের গলায় কিছু সমস্যা হয়েছিল। সেকারণে দীর্ঘদিন ধরেই চিকিৎসা করাচ্ছিলেন তিনি। নির্বাচনের কিছুদিন আগেও সর্বেশের গলায় অস্ত্রোপচার হয়। শনিবার মোরাদাবাদের বিজেপি প্রার্থী দিল্লির এইমসে শারীরিক পরীক্ষার জন্য গেলে সেখানে নতুন করে তাঁর অসুস্থতা বাড়ে। এরপর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

Latest article