দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-কেন্দ্রের সরকারের বদল হবে, জিএসটি তুলে দেব তাঁত শিল্পে : অভিষেক

আমার লক্ষ্মী

আমার লক্ষ্মী মাটির ঘরে
তুলসীতলায় থাকে,
আমার লক্ষ্মী সবুজ ক্ষেত্রে
সোনার ধানে জাগে।।
আমার লক্ষ্মী শান্তির নিশ্বাস
দারিদ্র্য জয় করে,
আমার লক্ষ্মী বিশ্বায়নে
ফিরে আসে বাংলার ঘরে।।
আমার লক্ষ্মী শঙ্খ বাজায়
সমুদ্রের সুরের মতো,
আমার লক্ষ্মী মেঘের রঙে,
উৎসবের মিলিত ব্রত।।
আমার লক্ষ্মী তুষারের সিন্ধু
সবারে করে আহ্বান
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে
গায় জীবনের জয়গান।।
আমার লক্ষ্মী গ্রাম-গঞ্জে
মাটির ঘরে আলো,
আমার লক্ষ্মী মুড়ি-পেঁয়াজে
শান্তির দূত ভালো।।
আমার লক্ষ্মী বিদ্যালয়ে
গায় সরস্বতীর সুর,
আমার লক্ষ্মী গান-বাজনায়
জয় করে দূর-সুদূর।।
আমার লক্ষ্মী চন্দ্র-সূর্য
মলিন শাড়ির বাহারে,
আমার লক্ষ্মীর গায়ে মাটির ধুলো
দেখলে মনে হয়- ‘আহারে’!
আমার লক্ষ্মী প্রতিবাদ জানায়
কণ্ঠে তার আগুন,
আমার লক্ষ্মী দেশ জয় করে
সবারে বলে-জাগুন।।
আমার লক্ষ্মী দেশ-বিদেশ
দুর্গমকে করে জয়
আমার লক্ষ্মী প্লেনও চালায়
নির্ভয়-দুর্জয়।।
আমার লক্ষ্মীকে করি কুর্নিশ
অন্ধকারেও সে জোছনা,
আমার লক্ষ্মী সবার ঘরে
বিভেদ-বৈষম্য মানে না।।

Latest article