সংবাদদাতা, জগদ্দল: বিধ্বংসী আগুন জগদ্দলের মেঘনা জুট মিলে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। আগুনের খবর পেয়েই দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ব্যাচিং ডিপার্টমেন্টের এই বিধ্বংসী আগুনে কাঁচা পাট থেকে শুরু করে অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে।
আরও পড়ুন-প্রয়োজনে পুনর্বাসন দিয়ে গাড়ুই নদীর হবে সংস্কার
দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্তৃপক্ষের দাবি— মেশিন, জিনিসপত্র ও ইলেকট্রিক যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে কী থেকে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষাও হবে।