প্রয়োজনে পুনর্বাসন দিয়ে গাড়ুই নদীর হবে সংস্কার

গাড়ুই নদী সংস্কার করা হলেও উচ্ছেদ করা হবে না কাউকেই। প্রয়োজনে উপযুক্ত পুনর্বাসন দিয়ে তবেই সরানো হবে নদীপাড়ের বাসিন্দাদের।

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : গাড়ুই নদী সংস্কার করা হলেও উচ্ছেদ করা হবে না কাউকেই। প্রয়োজনে উপযুক্ত পুনর্বাসন দিয়ে তবেই সরানো হবে নদীপাড়ের বাসিন্দাদের। মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমদিন আসানসোল পুরনিগমে এসে এমনই প্রতিক্রিয়া দিলেন বারাবনির বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়।

আরও পড়ুন-বিশ্ববাণিজ্য সম্মেলনে গুরুত্ব বাংলার জেলাকে

তিনি বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলির মধ্যে অন্যতম শহরকে যানজট মুক্ত করা ও গাড়ুই নদী সংস্কার। এই উপলক্ষে দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াশিমুল হককে নিয়ে শুক্রবার গাড়ুই নদী পরিদর্শনে যাবেন নতুন মেয়র। তিনি বলেন, নির্বাচনে আগে আমরা বলেছিলাম, মুখ্যমন্ত্রী চান কলকাতার মতো আসানসোলও সবদিক দিয়ে এক উন্নত শহর হিসেবে গড়ে উঠুক। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন সার্থক করে তুলতে আমরা নতুন আসানসোল গড়ে তোলার কাজ প্রথমদিন থেকেই শুরু করলাম। এই কাজে দলীয় সতীর্থদের পাশাপাশি বিরোধীদেরও আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেছেন বিধানবাবু।

Latest article