সোশ্যাল মিডিয়ায় ভোট করে বিপাকে বিজেপি প্রার্থী দেবব্রত বাগ

সোমবার প্রণত ফেসবুক প্রোফাইলে একটি পোল পোস্ট করেন। লেখেন ‘২০২৪ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে।

Must read

৪ জুন ফলাফল প্রকাশের আগেই হেরে গেলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। জনতাই জনার্দন। কিন্তু ৪ জুনের আগেই হেরে গেলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী! নিজের উদ্যোগে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা যাচাই করতে খুলেছিলেন ভোটের আসর। আর সেখানে গোহারান হেরে পোস্ট ডিলিট করতে বাধ্য হলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

আরও পড়ুন-গাজোয়ারি করে মোদিরাজ্যে সুরাট বেদখল, ভোটের আগে ডাকাতি বিজেপির

সোমবার প্রণত ফেসবুক প্রোফাইলে একটি পোল পোস্ট করেন। লেখেন ‘২০২৪ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে। জানান আপনার সুচিন্তিত মতামত।’ তাতে তৃণমূল, বিজেপি ও বামফ্রন্টের নাম ছিল। দেখা যায়, তৃণমূলের পক্ষে ভোট পড়েছে ৬৪১, বিজেপি ৬০৯ ও বামেদের ২১টি। ফলে প্রণত ওঁর ফেসবুক প্রোফাইল থেকে ওই পোস্টটি সরিয়ে ফেলেন। সেই পোস্টের স্ক্রিন শট চারিদিকে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহল মনে করছে নির্বাচনের আগেই শাসক দলের হাতে এক বড় অস্ত্র তুলে দিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। জেলা তৃণমূল সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলেন, মানুষ বিজেপি প্রার্থীর পোস্টে যোগ্য জবাব দিয়েছে।

Latest article