ক্যান্ডিডেটস দাবায় গুকেশের কিস্তিমাত, কনিষ্ঠতম চ্যাম্পিয়ন, উচ্ছ্বসিত আনন্দ

দারুণ উত্তেজনার মধ্যে ফাইনাল রাউন্ডের খেলা হয়েছে টরন্টোতে। ১৪ রাউন্ডের শেষে হিকারু নাকামুরার সঙ্গে ড্র করেন ভারতের তরুণ প্রতিভা।

Must read

টরন্টো, ২২ এপ্রিল : ক্যান্ডিডেটস দাবায় ইতিহাস গড়লেন ভারতের ডি গুকেশ। মাত্র ১৭ বছর বয়েসে তিনি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। এর ফলে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটস দাবায় বিজয়ীদের তালিকায় নাম উঠল গুকেশের। তাঁর আগে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বনাথন আনন্দ এখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আনন্দ তাঁর বার্তায় গুকেশকে বলেছেন, মুহূর্তটা উপভোগ করো। তুমি যেভাবে চাপ সামলেছ, তাতে আমি গর্বিত।

আরও পড়ুন-ফের আমেরিকায় দুই ভারতীয় পড়ুয়ার মৃত্যু!

দারুণ উত্তেজনার মধ্যে ফাইনাল রাউন্ডের খেলা হয়েছে টরন্টোতে। ১৪ রাউন্ডের শেষে হিকারু নাকামুরার সঙ্গে ড্র করেন ভারতের তরুণ প্রতিভা। কালো ঘুঁটি নিয়ে খেলছিলেন গুকেশ। এই ড্রয়ের ফলে তাঁর ক্যান্ডিডেটস দাবা জয় নিশ্চিত হয়ে যায়। এতে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার ছাড়পত্র পেলেন গুকেশ।
প্রথম টিন এজার হিসাবে গুকেশ এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিনের ডিং লিরেনের মুখোমুখি হবেন। যা দাবা দুনিয়ায় সামিট ক্ল্যাশ বলে বিবেচিত হবে। গুকেশ এমনিতেই ক্যান্ডিডেটস দাবায় তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এবার অংশ নিয়েছিলেন। এর আগে তাঁর থেকেও কম বয়সে ক্যান্ডিডেটস দাবায় অংশ নিয়েছিলেন দাবার কিংবদন্তি ববি ফিশার ও ম্যাগনাস লারসেন। দুজনেই পরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। গুকেশও পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন-যাদবপুরের নতুন উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত

গুকেশকে কেউ ক্যান্ডিডেস দাবায় ফেবারিট ধরেনি। কিন্তু তিনি সব হিসাব উল্টে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি টুর্নামেন্টের পাঁচটি গেম জিতেছেন। হার মোটে একটি গেমে। সেটা ফ্রান্সের আলিরেজা ফিরুজার কাছে। গুকেশের এই সাফল্যে উচ্ছ্বসিত আনন্দ বলেছেন, কনিষ্ঠতম চ্যালেঞ্জার হওয়ার হওয়ার জন্য গুকেশ তোমাকে অভিনন্দন। তোমার জন্য দাবা পরিবার গর্বিত। তুমি চ্যাম্পিয়ন হয়েছ বলে এবং কঠিন সময়ে চাপ নিতে পেরেছ বলে আমি ব্যক্তিগতভাবে আরও গর্বিত।
যাঁকে নিয়ে এত উচ্ছ্বাস, সেই গুকেশ বলছেন, ‘‘এবার আমার লক্ষ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে বড় কিছু করার। ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হব ভাবিনি। শুধু নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। এবার সামনে আরও কঠিন লড়াই। চেষ্টা করব, যাতে প্রস্তুতিতে কোনও খামতি না থাকে।’’

Latest article