যাদবপুরের নতুন উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত

রাজ্যের দেওয়া প্রস্তাবিত নামে সিলমোহর দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নতুন ভিসি নিয়োগ হওয়ার পরেই আচার্যকে শুভেচ্ছা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Must read

জটিলতা কাটিয়ে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। আনুমানিক সাড়ে তিনমাস পর যাদবপুরে নতুন উপাচার্য হলেন ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta)। রাজ্যের দেওয়া প্রস্তাবিত নামে সিলমোহর দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নতুন ভিসি নিয়োগ হওয়ার পরেই আচার্যকে শুভেচ্ছা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন-কলকাতা পুলিশের কৃতিত্বেই চক্রান্তের পর্দাফাঁস

গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আচার্য সি ভি আনন্দ বোস অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপরসারণ করেন। রাজ্যপালের নির্দেশ অমান্য করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করে সমাবর্তন করছিলেন তিনি। তারই খেসারত দিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। এরপর থেকে একপ্রকার উপাচার্যহীন অবস্থায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-ফের আমেরিকায় দুই ভারতীয় পড়ুয়ার মৃত্যু!

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। দেশের সর্বোচ্চ আদালত দ্রুত ছ’টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার নির্দেশ দেয়। রাজ্যের পাঠান তালিকা থেকে এই নিয়োগ করতে হবে বলে জানানো হয়। এই মর্মে আজ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানান, আচার্য বোস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে রাজ্যের প্রস্তাবিত ভিসি ভাস্কর গুপ্তকেই নিয়োগ করেছেন। ভাস্কর গুপ্ত ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক। ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,’যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য পেয়েছে। আশা করছি এরপর বাকি বিশ্ববিদ্যালয়গুলিও উপাচার্য পাবে। নতুন উপাচার্য ভাস্কর গুপ্তকে শুভেচ্ছা।’

Latest article