কলকাতা পুলিশের কৃতিত্বেই চক্রান্তের পর্দাফাঁস

Must read

প্রতিবেদন : বিরোধী দলনেতার বোমা বিস্ফোরণের হুঁশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার এক ভয়ঙ্কর চক্রান্তের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ (Kolkata Police)। তবে কি এই হামলার দিকেই ইঙ্গিত করেছিলেন বিরোধী দলনেতা? তিনি বলেছিলেন, এই সপ্তাহের শুরুতেই বোমা ফাটবে। কোথায় ফাটবে? কলকাতায়? তবে কি আমাদের সর্বোচ্চ নেতা-নেত্রীদের জীবনহানির ছক কষা হচ্ছিল? সেটাই কি বোঝাতে চাইছিলেন বিজেপি নেতা? প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁরা বলেন, একটা প্ল্যান হচ্ছে, কী করে আমাদের নেতা-নেত্রীদের জীবনহানি ঘটানো যায়। এখানে মুম্বই হামলার ধাঁচে বিস্ফোরণ ঘটানোর ছক কষা হচ্ছে। বাইরে থেকে অপরাধীরা এসে রেইকি করছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তাঁর পিএ-র ফোন নম্বরও জোগাড় করে ফেলেছে অপরাধীরা। কিন্তু এই চক্রান্ত ফাঁস করে দিয়েছে কলকাতা পুলিশ। এর জন্য আমরা কলকাতা পুলিশের (Kolkata Police) প্রতি কৃতজ্ঞতা জানাই। সেইসঙ্গে তাঁদের অভিনন্দন জানাই। কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে তাঁরা নিজেদের নামের মর্যাদা রক্ষা করতে পারে। এটাও প্রমাণ করে দিয়েছে বিজেপি-সহ বিরোধী দলগুলি তাঁদের দিকে বিভিন্ন সময়ে যে ভাবে আঙুল তোলে সেটাও কতটা ভুল।

আরও পড়ুন- এর নাম বোমা! আদালতের রায় ৪৮ ঘণ্টা আগে গদ্দার জানল কীভাবে? প্রশ্ন নেত্রীর

Latest article