সংবাদদাতা, বালুরঘাট : আজ ফলাফল। পুর নির্বাচনের ভোটগণনা হবে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে এবং গঙ্গারামপুর স্টেডিয়ামে। উত্তরবঙ্গের সমস্ত গণনাকেন্দ্রগুলিতেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আঁটসাঁট। মঙ্গলবার গণনার পূর্বে বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সুমন দাশগুপ্তর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক।
আরও পড়ুন-ফুলেশ্বরী-জোড়াপানি নদীর সংস্কারের কাজ দ্রুত শুরু হবে, শিলিগুড়ি ফিরে পাবে গৌরব
৩টি রাউন্ডে ভোট গণনা হবে। প্রত্যেক রাউন্ডের পর ঘর স্যানিটাইজেশন করা হবে। জানা গিয়েছে, ইভিএমের ভোটগণনার জন্য ৩০টি টেবিল রাখা হয়েছে। প্রত্যেকটি টেবিলে থাকছেন প্রার্থীর ১ জন করে এজেন্ট। বালুরঘাট পুর নির্বাচন আধিকারিক জানিয়েছেন, গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ভোটগণনা কেন্দ্র সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে বাঁশের ব্যারিকেড। সিসিটিভির মাধ্যমে গণনাকেন্দ্রগুলিতে নজরদারি চালানো হচ্ছে।