ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভা বোর্ড হবে তৃণমূলের

প্রার্থীরা জানিয়েছেন, প্রথমেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পরিস্রুত পানীয় জল। জর্দা নদীর সংস্কারে দেওয়া হবে বিশেষ নজর।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : পুরসভার নতুন সংযোজন ময়নাগুড়ি এবং ফালাকাটা। আজ পুরভোটের ফলাফল। প্রথমবারেই বোর্ড গড়বে দুই পুরসভা। এ বিষয়ে আত্মবিশ্বাসী দুই পুরসভা কেন্দ্রের প্রার্থীরা। শুধু তাই নয়, নির্বাচনের পরই দুই পুরসভার উন্নয়নের রূপরেখাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে জোর দিয়েছে দুই পুরসভা।

আরও পড়ুন-ফুলেশ্বরী-জোড়াপানি নদীর সংস্কারের কাজ দ্রুত শুরু হবে, শিলিগুড়ি ফিরে পাবে গৌরব

প্রার্থীরা জানিয়েছেন, প্রথমেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে পরিস্রুত পানীয় জল। জর্দা নদীর সংস্কারে দেওয়া হবে বিশেষ নজর। এই নদীর নাব্যতা কমতে কমতে প্রায় বুজে যেতে বসেছে। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় ছিল না বিগত পঞ্চায়েত বোর্ডের। কারণ অর্থ। এবার পুরসভা হওয়ায় এই নদী সংস্কার করা হবে। ব্রহ্মপুত্র অ্যাকশন প্ল্যানে এই নদী সংস্কারের কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এই নদী সংস্কার করা হয়নি। তৃণমূল কংগ্রেস নেতা মনোজ রায় জানান, ময়নাগুড়ি সেজে উঠবে নতুন রূপে। সেই সঙ্গে গোটা পুর এলাকার রাস্তাঘাট পাকা করা সহ নিখুঁত ড্রেনেজ সিস্টেমের প্রতি জোর দেওয়া হবে। ময়নাগুড়ি এলাকার বিভিন্ন রাস্তাকে চওড়া করে রাস্তার মাঝখানে গাছ লাগানোর পরিকল্পনা করেছে নতুন পুরসভা। সমস্ত পুর এলাকার পথবাতি লাগানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ময়নাগুড়িকে খোলনলচে পাল্টে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Latest article