রাঙ্গিওরা, ১ মার্চ : ২০০০ সালে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন মিতালি রাজ। কিন্তু সেবার টাইফয়েডে আক্রান্ত হওয়ায় ম্যাচ খেলতে পারেননি। ২২ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে আরও একটা বিশ্বকাপ। এবার মিতালির নেতৃত্বে মাঠে নামবে ভারতীয় দল। অধরা ট্রফিটা মুঠোয় নিয়েই বৃত্তটা সম্পূর্ণ করতে চাইছেন মিতালি।
আরও পড়ুন-নিরাপদেই আছি : স্মিথ
আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘২০০০ সালে এই নিউজিল্যান্ডের মাটিতে প্রথম বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় মাঠে নামতে পারিনি। এবার কাপ জিতেই দীর্ঘ এই সফরের বৃত্তটা সম্পূর্ণ করতে চাই।’’ মিতালি আরও যোগ করেছেন, ‘‘ক্যাপ্টেন হিসেবে আমি চাইব দলের প্রতিটি সদস্য মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দিক। তাহলেই বিশ্বকাপ জেতার সম্ভাবনা থাকবে।’’ তবে বিশ্বকাপের আগে মিতালিদের চিন্তায় রাখছে দলের ফর্ম।
আরও পড়ুন-পুতিনের ব্ল্যাক বেল্ট কাড়ল ফেডারেশন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে ১-৪ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ভারত। মিতালি বলছেন, ‘‘আমাদের দল হিসেবে আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট, যেখানে দেশের সম্মান আরও বেশি করে জড়িত থাকে। তবে আমাদের ব্যাটাররা খুব ভাল ফর্মে। প্রায় প্রত্যেক ম্যাচেই আমরা আড়াইশো বা তার বেশি রান স্কোরবোর্ডে তুলেছি। যদিও বোলিংয়ে আমাদের আরও ধারাবাহিকতা দেখাতে হবে।’’