হকি বিশ্বকাপ

হকি বিশ্বকাপে রানি রামপালরা অভিযান শুরু করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ১ জুলাই স্পেন এবং নেদারল্যান্ডসে শুরু হচ্ছে মহিলা হকি বিশ্বকাপ।

Must read

ভুবনেশ্বর : আসন্ন হকি বিশ্বকাপে রানি রামপালরা অভিযান শুরু করছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ১ জুলাই স্পেন এবং নেদারল্যান্ডসে শুরু হচ্ছে মহিলা হকি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আয়োজক স্পেন খেলবে কানাডার বিরুদ্ধে। তার দু’দিন পর ৩ জুলাই ভারতীয় মেয়েরা টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবেন ইংল্যান্ডের বিরুদ্ধে। মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করল আন্তর্জাতিক হকি ফেডারেশন।

আরও পড়ুন-কাপ জিতে ‘সফর’ শেষ চান মিতালি

পুল বি-তে ভারতের সঙ্গে ইংল্যান্ড ছাড়াও রয়েছে চিন ও নিউজিল্যান্ড। ৫ জুলাই রানি, সবিতাদের প্রতিপক্ষ চিন। জুলাইয়ের ৭ তারিখ ভারতীয় মেয়েদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সূচি ঘোষণার পর ভারতীয় দলের হাফ ব্যাক সুশীলা চানু বলেন, ‘‘আমরা কোনও প্রতিপক্ষকেই ভয় পাচ্ছি না। প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য থাকবে আমাদের।’’

Latest article