রাওয়ালপিন্ডি, ৩ মার্চ : দীর্ঘ ২৪ বছর পর ফের পাকিস্তানের মাটিতে কোনও টেস্ট ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই অর্থে শুক্রবার থেকে শুরু হতে চলা রাওয়ালপিন্ডি টেস্ট ঐতিহাসিক। তবে স্থানীয় আবহাওয়া দপ্তরের খবর, টেস্টের শেষ তিনদিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আজ ভারতের সামনে ডেনমার্ক দিল্লিতে ডেভিস কাপ
তবে এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলীয় অধিনায়ক জানাচ্ছেন, তিনি পিচ দেখে খুশি। সবকিছু শেষ মুহূর্তে কোনও বদল না হলে, রাওয়ালপিন্ডি টেস্টে জোড়া স্পিনার নিয়েই দল সাজাতে পারেন। বৃহস্পতিবার কামিন্স বলেন, ‘‘প্রত্যাশামতোই ব্যাটিং উইকেট। আমরা সম্ভবত তিন পেসার ও দুই স্লিপার নিয়ে মাঠে নামব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেব কাল সকালে পিচ আরও একবার দেখার পর।’’
এদিকে, চোটের কারণে পেস বোলার হাসান আলি এবং অলরাউন্ডার ফাহিম আসরাফকে এই টেস্টে পাচ্ছে না পাকিস্তান। হতাশ বাবর আজম বলছেন, ‘‘হাসান ম্যাচ উইনার। আর ফাহিম ব্যাটে-বলে দলের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওদের অনুপস্থিতি আমাদের ধাক্কা। তবে ওদের বিকল্প তৈরি রয়েছে। ঘরের মাটিতে এই সিরিজটা জিততে চাই।’’