আজ ভারতের সামনে ডেনমার্ক দিল্লিতে ডেভিস কাপ

চোটের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বছর নষ্ট করে য়ুকি ভাম্বরি ফের জাতীয় দলে ফিরেছেন। দুটি সিঙ্গলসে তিনি ছাড়া আর খেলবেন রামকুমার রামানাথন।

Must read

নয়াদিল্লি, ৩ মার্চ : তিন বছর আগে কলকাতার সাউথ ক্লাবে ঘাসের কোর্টে নেমে ইতালির কাছে হেরে গিয়েছিল ভারত। পছন্দের কোর্ট পেয়েও তিনটি ম্যাচই হাতছাড়া হয়েছিল ভারতের। দিল্লি জিমখানা মাঠে শুক্র ও শনিবার ফের সেই ঘাসের কোর্টে ডেনমার্কের মুখোমুখি হচ্ছেন রোহন বোপন্নারা। এবারও সেই ঘাসের জন্যই টাইয়ে ফেভারিট বলা হচ্ছে ভারতকে।

আরও পড়ুন-বহিষ্কার করা হল রাশিয়া-বেলারুশকে প্যারা অলিম্পিক

চোটের জন্য তিনটি গুরুত্বপূর্ণ বছর নষ্ট করে য়ুকি ভাম্বরি ফের জাতীয় দলে ফিরেছেন। দুটি সিঙ্গলসে তিনি ছাড়া আর খেলবেন রামকুমার রামানাথন। ডবলসে বোপন্না ও দিবিজ শরণ। ঘাসের কোর্টে বিগ সার্ভ আর ভলির জন্য রামকুমার পরিচিত। নন-প্লেয়িং ক্যাপ্টেন রোহিত রাজপাল বলেছেন, ডেনমার্ক নিজেদের দেশে খেলা হলে ঘাসে রামকুমারদের খেলার ঝুঁকি নিত না। নিজেদের প্লেয়ারদের সঙ্গে আলোচনা করেই দিল্লি জিমখানা কোর্টে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-হেলমেটের ফাঁক দিয়ে চুম্বন ছুঁড়ছিল বিরাট, অভিষেক টেস্টের স্মৃতিচারণায় সানি

বর্ষীয়ান ডবলস প্লেয়ার রোহন বোপন্না জানান, ডেনমার্ককে হারানোর সেরা উপায় হল ঘাসের কোর্টে খেলা। ডেনমার্ক এই ম্যাচে তাদের একনম্বর প্লেয়ার হোলগার রুনেকে পাচ্ছে না। এর ফলে এটিপি র‍্যাঙ্কিংয়ে প্রথম তিনশোয় তাদের কোনও প্লেয়ার নেই। প্রথম একশোয় ভারতেরও কেউ নেই। রামকুমার এই মুহূর্তে ১৭০-এ দাঁড়িয়ে আছেন।

Latest article