হেলমেটের ফাঁক দিয়ে চুম্বন ছুঁড়ছিল বিরাট, অভিষেক টেস্টের স্মৃতিচারণায় সানি

তার পর থেকে বিরাটের কেরিয়ার গ্রাফ শুধুই সামনে দিকে এগিয়েছে। আজ ও ১০০ টেস্ট খেলতে চলেছে। এক কথায় অসাধারণ একটা সফর।

Must read

নয়াদিল্লি, ৩ মার্চ : আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। শুক্রবার মোহালিতে ১০০ টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি। ঐতিহাসিক মুহূর্তের আগে বিরাটের প্রথম টেস্ট ম্যাচের স্মৃতিচারণ করলেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ভারতীয় ওপেনার জানিয়েছেন, অভিষেক টেস্টেই দিল্লির তরুণের সাহসী শরীরী ভাষা তাঁর মন জয় করে নিয়েছিল।

আরও পড়ুন-মোহালিতে আজ বিরাট-ম্যাচ, শুভেচ্ছার ঢল

২০১১ সালের ২০ জুন। জামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটেছিল বিরাটের। ভারত এই টেস্ট ৬৩ রানে জিতলেও, দু’ইনিংসেই (৪ ও ১৫) ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু যতক্ষণ ২২ গজে ছিলেন, বিরাটের শরীরী ভাষা ছিল সাহসী এবং ইতিবাচক। সানির স্মৃতিচারণ, ‘‘অভিষেক টেস্টেই ওর ভয়ডরহীন মানসিকতা আমাকে চমকে দিয়েছিল। মনে আছে, ক্যারিবিয়ান ফাস্ট বোলার ফিদেল এডোয়ার্ডস ওকে পরপর বাউন্সার দিচ্ছিল। কিন্তু বিরাট নীচু হয়ে সহজেই সেগুলো সামলে নিচ্ছিল।’’

আরও পড়ুন-একশো টেস্ট খেলব, কখনও ভাবিনি: বিরাট

গাভাসকর আরও বলেন, ‘‘একবার এডোয়ার্ডস ওর দিকে কড়া চোখে তাকালে, হেলমেটের ফাঁক দিয়েই চুম্বন ছুড়ে দিয়েছিল! মনে রাখতে হবে, সেই সময় এডোয়ার্ডস বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার ছিল। ১৪৫ কিমি গতিতে বোলিং করত।’’ সানির বাড়তি সংযোজন, ‘‘জীবনের প্রথম টেস্ট খেলতে নামা একজন তরুণের নিজের প্রতি আস্থা এবং সাহসী মনোভাব দেখে মুগ্ধ হয়েছিলাম। এক কথায় অসাধারণ শরীরী ভাষা। তার পর থেকে বিরাটের কেরিয়ার গ্রাফ শুধুই সামনে দিকে এগিয়েছে। আজ ও ১০০ টেস্ট খেলতে চলেছে। এক কথায় অসাধারণ একটা সফর।

Latest article