একশো টেস্ট খেলব, কখনও ভাবিনি: বিরাট

এই সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করেছেন বিরাট। তিনি বলেন, ‘‘আমি যখন বড় হচ্ছি, তখন চেষ্টা করতাম লম্বা ইনিংস খেলার।

Must read

মোহালি, ৩ মার্চ : রাত পোহালেই তাঁর জন্য অপেক্ষা করছে ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় ক্রিকেট ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে ১০০ টেস্ট ম্যাচ খেলবেন বিরাট কোহলি। তার আগে বিসিসিআই-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে মুখ খুললেন বিরাট। ভনিতা না করে তিনি জানালেন, এই মুহূর্তটা তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল।

আরও পড়ুন-এটা বিরাটেরই দল : রোহিত

কিং কোহলির বক্তব্য, ‘‘সত্যি কথা বলতে কী ১০০ টেস্ট খেলব, এটা কখনও ভাবিনি। এটা একটা দীর্ঘ সফর ছিল। এই সময়কালে আমি প্রচুর ক্রিকেট খেলেছি। প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি কৃতজ্ঞ যে ১০০ টেস্ট খেলার সুযোগ পাচ্ছি। সবই ঈশ্বরের আশীর্বাদ। নিজের ফিটনেস নিয়েও অনেক খেটেছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমার কাছে এটা যেমন বিশেষ মুহূর্ত, তেমন আমার পরিবার এবং কোচের কাছেও এটা অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত।’’

আরও পড়ুন-মেদিনীপুরের ৭ পুরসভায় প্রমীলাদের জয়

এই সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করেছেন বিরাট। তিনি বলেন, ‘‘আমি যখন বড় হচ্ছি, তখন চেষ্টা করতাম লম্বা ইনিংস খেলার। জুনিয়র স্তরে একাধিক ডবল সেঞ্চুরি করেছি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলার আগেই ৭-৮টি ডবল সেঞ্চুরি করে ফেলেছিলাম। আমার প্ল্যান ছিল ক্রিজে গিয়ে যতক্ষণ সম্ভব ব্যাট করব। কারণ দলকে জেতানো ও লিড নিয়ে অন্তত তিন পয়েন্ট নিশ্চিত করাই ছিল টার্গেট।’’
একই সঙ্গে টেস্ট ক্রিকেটকেই সত্যিকারের ক্রিকেট বলে চিহ্নিত করে বিরাটের বক্তব্য, ‘‘টেস্ট ম্যাচ আপনার পরীক্ষা নেয়। আপনি কতটা ভাল ক্রিকেটার, সেটা সবার সামনে নিয়ে আসে। তাই টেস্ট ক্রিকেট হল সত্যিকারের ক্রিকেট।’’

Latest article