মেদিনীপুরের ৭ পুরসভায় প্রমীলাদের জয়

জেলার ৭ পুরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন মেদিনীপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মুখ্যমন্ত্রীর আশীর্বাদধন্য প্রার্থী মৌসুমী হাজরা।

Must read

রাখি গড়াই, খড়গপুর : পুরভোটে জেলার মহিলা তৃণমূল প্রার্থীদের জয়জয়কার। জেলার সব ক’টি পুরসভার ভোটের লড়াইয়ে সকলেই জয়ী হয়েছেন শুধু নয়, কোথাও কোথাও কেউ কেউ জিতেছেন সর্বোচ্চ ভোটের ব্যবধানে। জেলার ৭ পুরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন মেদিনীপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মুখ্যমন্ত্রীর আশীর্বাদধন্য প্রার্থী মৌসুমী হাজরা।

আরও পড়ুন-কাঁথির অধিকারীরা এখন বাঘ থেকে হল বিড়াল

তাঁর জয়ের ব্যবধান ৩,৩৫৪ ভোট। খড়্গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটে জিতেছেন পূজা নাইডু। বিরোধী প্রার্থীর থেকে ২,৭৮০ ভোট বেশি পেয়েছেন পূজা। বাকি ৫টি পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেসের সব মহিলা প্রার্থীই জয়ী হয়েছেন। বিশেষভাবে বলা যায় মেদিনীপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অণিমা সাহার কথা। ২,৪০০ ভোটে জেতেন তিনি। ২ নম্বর ওয়ার্ড থেকে মিতালি বন্দ্যোপাধ্যায় জিতেছেন ২,৯০০ ভোটে। ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মৌ রায়ের জয়ের ব্যবধান ১,১০০ ভোট।

আরও পড়ুন-জঙ্গিপুরে এই প্রথম বোর্ড গড়বে তৃণমূল

৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী সীমা ভগৎ। ১১ নম্বরে জয়ী লিপি বিশই। নিকটবর্তী প্রার্থীর থেকে পাঁচশোর বেশি ভোট পেয়েছেন লিপি। ১৭ নম্বর ওয়ার্ডের নম্রতা চৌধুরি জয় পেয়েছেন ৪৮৬ ভোটে। ১,৩০০ ভোটে ২০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন প্রতিমা দে। ২৩ নম্বর ওয়ার্ডের চন্দ্রাণী দাস ১,৬৮০ ভোটে জয়ী হয়েছেন। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহিলাদের সামনের সারিতে আনার বার্তা দিয়েছেন। শিক্ষিত ছাত্র-যুব সমাজ যেন এগিয়ে আসে, সেই প্রয়াস চালিয়ে তিনি মহিলাদের জন্য সবরকম প্রকল্পের ব্যবস্থা করেছেন। আমরা মহিলাদের গুরুত্ব দিয়ে তাই বেশি সংখ্যক মহিলা প্রার্থী করার চেষ্টা করেছি পুরভোটে।

Latest article