এটা বিরাটেরই দল : রোহিত

সতীর্থের একশো টেস্ট খেলা প্রসঙ্গে রোহিতের উচ্ছ্বসিত মন্তব্য, ‘‘দীর্ঘ একটা যাত্রা পেরিয়ে এল বিরাট। কী অসাধারণ সময় কাটিয়েছে এই সফরে।

Must read

মোহালি, ৩ মার্চ : বিরাট কোহলিতে মজে রোহিত শর্মা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সতীর্থকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। বিরাট যেমন শুক্রবার মোহালিতে ১০০ টেস্ট খেলতে নামছেন, তেমনই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ঘটবে রোহিতের।

তবে এ নিয়ে বিশেষ চাপে নেই মুম্বইকর। বরং তিনি বলছেন, ‘‘আমি শুধু জয়ের কথাই ভাবছি। টেস্ট বলে নিজের নেতৃত্বে কোনও বদল আনছি না।’’ একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ভারতকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে তুলে আনার যাবতীয় কৃতিত্ব রোহিত দিচ্ছেন পূর্বসূরি বিরাটকে। কোনও রাখঢাক না করেই তিনি বলছেন, ‘‘টেস্ট দল হিসেবে আমরা খুব ভাল জায়গায় রয়েছি। আর এরজন্য সম্পূর্ণ কৃতিত্ব প্রাপ্য বিরাটের। এই দলটাকে ও-ই তৈরি করে দিয়েছে। আমার কাজ ও যেখানে ছেড়ে গিয়েছে, সেখান থেকে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’’

আরও পড়ুন-কাঁথির অধিকারীরা এখন বাঘ থেকে হল বিড়াল

সতীর্থের একশো টেস্ট খেলা প্রসঙ্গে রোহিতের উচ্ছ্বসিত মন্তব্য, ‘‘দীর্ঘ একটা যাত্রা পেরিয়ে এল বিরাট। কী অসাধারণ সময় কাটিয়েছে এই সফরে। এই ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। দলকে এগিয়ে নিয়ে গিয়েছে সামনের দিকে। আশা করি, ভবিষ্যতেও একই ভাবে দলকে সাহায্য করে যাবে।’’ ভারত অধিনায়কের বাড়তি সংযোজন, ‘‘আমরা সবাই ওর জন্য এই টেস্টটা স্মরণীয় করে রাখতে চাই। আশা করি, আগামী পাঁচটা দিন আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারব।’’

আরও পড়ুন-মেদিনীপুরের ৭ পুরসভায় প্রমীলাদের জয়

দীর্ঘদিন ধরে সতীর্থকে খুব কাছ থেকে দেখার সুবাদে, কিং কোহলির সেরা ইনিংস এদিন বেছে নিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘‘২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে আমরা অসাধারণ একটা টেস্ট সিরিজ জিতেছিলাম। বিরাট দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিল ওই সিরিজে। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে করা সেঞ্চুরিটাই বিরাটের সেরা ইনিংস।’’ রোহিত আরও বলেন, ‘‘প্রচণ্ড কঠিন পিচে আমাদের মর্নি মর্কেল, ডেল স্টেইনদের মতো ফাস্ট বোলারদের বিরুদ্ধে খেলতে হয়েছিল। বিরাট দুটো ইনিংসেই যা ব্যাটিং করেছিল, তা অবিশ্বাস্য।’’
এদিকে, রোহিত এদিন আরও বলেছেন, রাহানে ও পুজারার শূন্যস্থান ভরাট করা খুব সহজ হবে না।

Latest article