সিইও হওয়ার যোগ্যতায় এগিয়ে ভারতীয়রা

তথ্যপ্রযুক্তি এবং সংস্থা পরিচালনার ক্ষেত্রে ভারতীয়রা যে কতটা এগিয়ে গিয়েছে তা ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটির বক্তব্যেই স্পষ্ট।

Must read

প্রতিবেদন: তথ্যপ্রযুক্তি এবং সংস্থা পরিচালনার ক্ষেত্রে ভারতীয়রা যে কতটা এগিয়ে গিয়েছে তা ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটির বক্তব্যেই স্পষ্ট। তিনি দ্বিধাহীন ভাষায় জানিয়েছেন, ভারতীয় না হলে আমেরিকায় সিইও হওয়া যায় না। তাঁর কথায়, একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ও ম্যানেজমেন্ট বিজ্ঞানে ভারতীয়দের মুন্সিয়ানার পরিচয় মিলেছে। বিগত কয়েক বছরে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। শিল্প-বাণিজ্য যেমন অংশীদারি বেড়েছে, তেমনই ভারতীয়রাও চাকরির খোঁজে আমেরিকায় যাচ্ছেন। মার্কিন মুলুকের বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতদের একটা বড় অংশই ভারতীয়।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে ধসে গৃহহারা ১০০ পরিবার

এর জন্য ভারতের তথ্যপ্রযুক্তি ও অন্যান্য কর্মীদেরই প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। নিজেকে বিশ্বসেরা বলে মনে করা আমেরিকার বড় বড় সংস্থার শীর্ষেই আজ ভারতীয়রা রয়েছেন। ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি সেই উদাহরণ টেনেই বলেন, “আজকের পরিস্থিতি এমন যে ফরচুন ৫০০ কোম্পানিগুলির প্রতি ১০ জনের মধ্যে ১ জন সিইও ভারতীয় অভিবাসী, যিনি আমেরিকায় এসে উচ্চশিক্ষা শেষ করেছেন।’’ এরিক গারসেটি বলেন, একটা পুরনো কথা ছিল যে তুমি ভারতীয় হলে আমেরিকায় সিইও হতে পারবে না। এখন সেই কথাটাই উল্টে গিয়েছে। তুমি ভারতীয় না হলে আমেরিকায় সিইও হতে পারবে না। তা সে গুগলই হোক বা মাইক্রোসফ্‌ট কিংবা স্টারবাকস, ভারতীয়রা এখানে এসেছে এবং বড় পরিবর্তন এনেছে।

Latest article