চোখের জলে জওয়ানকে শেষবিদায় পাঁচালের

মণিপুরে জঙ্গি হামলায় নিহত আধাসামরিক বাহিনীর জওয়ানের দেহ পৌঁছল বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাড়িতে।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : মণিপুরে জঙ্গি হামলায় নিহত আধাসামরিক বাহিনীর জওয়ানের দেহ পৌঁছল বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাড়িতে। গতকালই অরূপ সাইনি নামের ওই জওয়ানের দেহ বিমানে আনা হয় কলকাতায়। আজ সকালে কফিনবন্দী দেহ নিয়ে যাওয়া হয় তাঁর পাঁচাল গ্রামের বাড়িতে। সেখানে শেষ শ্রদ্ধা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। চোখের জলে শহিদকে শেষ শ্রদ্ধা জানান এলাকার হাজার হাজার মানুষ।

আরও পড়ুন-সিইও হওয়ার যোগ্যতায় এগিয়ে ভারতীয়রা

শুক্রবার রাতে মণিপুরে জঙ্গিদের হানায় সিআরপিএফের হেড কনস্টেবল অরূপ সাইনি-সহ দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি হামলায় অরূপের মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছয় অরূপের বাড়িতে। তারপর থেকেই কার্যত শোকে স্তব্ধ গোটা জেলা। চোখের জলে অরূপকে শেষবিদায়ের জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা। গতকালই বিশেষ বিমানে অরূপের কফিনবন্দি দেহ পৌঁছয় কলকাতায়। সেখান থেকে আজ সকালে সিআরপিএফের কর্মী আধিকারিকরা নিয়ে যান গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ। সেই মঞ্চ ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান। সকাল সাতটা নাগাদ কফিনবন্দি দেহ আনা হয় মঞ্চে। সেখানে শ্রদ্ধা জানানো হয়।

Latest article