বহিষ্কার করা হল রাশিয়া-বেলারুশকে প্যারা অলিম্পিক

শুরুতে কোনও কঠোর পদক্ষেপ না নিলেও, পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে দেখে, বুধবার রাতেই জরুরি বৈঠকের ডাক দিয়েছিল আন্তর্জাতিক প্যারা অলিম্পিক সংস্থা।

Must read

বেজিং, ৩ মার্চ : যত সময় গড়াচ্ছে, ততই ক্রীড়াবিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়া। এর আগে বিশ্বকাপ থেকে ভ্লাদিমির পুতিনের দেশকে বহিষ্কার করেছিল ফিফা। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থাও ঘোষণা করেছে, রুশ এবং বেলারুশের কোনও অ্যাথলিট বিশ্বের কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। বৃহস্পতিবার শীতকালীন প্যারা অলিম্পিকের আসরেও রুশ এবং বেলারুশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হল। প্রসঙ্গত, শুক্রবার থেকে চিনের বেজিং শহরে শুরু হচ্ছে ২০২২ শীতকালীন প্যারা অলিম্পিক। প্রতিযোগিতা চলবে ১৩ মার্চ পর্যন্ত। কিন্তু টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে রুশ ও বেলারুশের অ্যাথলিটদের বহিষ্কার করা হল।

আরও পড়ুন-হেলমেটের ফাঁক দিয়ে চুম্বন ছুঁড়ছিল বিরাট, অভিষেক টেস্টের স্মৃতিচারণায় সানি

শুরুতে কোনও কঠোর পদক্ষেপ না নিলেও, পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে দেখে, বুধবার রাতেই জরুরি বৈঠকের ডাক দিয়েছিল আন্তর্জাতিক প্যারা অলিম্পিক সংস্থা। আর এই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়, রাশিয়া ও তাদের সহযোগী বেলারুশের প্যারা অ্যাথলিটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হবে। এদিন সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘রাশিয়া এবং বেলারুশের সমস্ত ক্রীড়াবিদ, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তাদের বেজিং প্যারা অলিম্পিকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হল। এই যুদ্ধের পরিস্থিতিতে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই এই পদক্ষেপ।’’

Latest article