ডার্বিতে নেই, গুঞ্জন রোনাল্ডোকে নিয়ে 

Must read

ম্যাঞ্চেস্টার, ৭ মার্চ : চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ১-৪ গোলে হার। বিধ্বস্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড শিবির। এর পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোট নিয়ে গুঞ্জন বাড়তি অস্বস্তিতে ফেলেছে রেড ডেভিলসদের। কিন্তু সত্যিই কি সিআর সেভেনের চোট ছিল? নাকি, তাঁকে চোটের অজুহাতে এই ম্যাচ থেকে ছেঁটে ফেলা হল !

আরও পড়ুন – ওয়ার্নের আগে মুরলী বলে প্রশ্নের মুখে সানি

এই বিতর্ক আরও উসকে দিয়েছেন রোনাল্ডোর বোন কাতিয়া আলভারো। ম্যাচ শুরুর আগে ইনস্টাগ্রামে পোস্টে রোনাল্ডোর (Cristiano Ronaldo) বোন লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানোর কোনও চোট নেই এবং ও অসুস্থও নয়। বরং ১০০ শতাংশ ফিট।’ পর্তুগিজ মহাতারকার চোট নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যান ইউয়ের প্রাক্তন তারকা তথা অধিনায়ক রয় কিনও! তিনি বলেন, ‘‘রোনাল্ডোর সঙ্গে আমরা মেশিনের তুলনা করে থাকি। ও খুব কম চোট-আঘাতে ভোগে। বিষয়টা আমার হজম হচ্ছে না।’’ যদিও সিটির বিরুদ্ধে হারের পর মিডিয়ার মুখোমুখি হয়ে যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়েছেন র‍্যালফ রাংনিক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের বক্তব্য, ‘‘শুক্রবারই টিমের ডাক্তার আমাকে জানিয়েছিলেন রোনাল্ডোর (Cristiano Ronaldo) কোমরে চোট রয়েছে। তাই ও প্র্যাকটিস করতে পারবে না। একই ঘটনা শনিবারও ঘটে। তাই ওকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি।’’ রাংনিক আরও বলেন, ‘‘যদি কোনও খেলোয়াড় মেডিক্যাল স্টাফদের কাছে গিয়ে বলে যে তার চোট আছে, তাহলে আমাকে সেটা মেনে নিতেই হবে।’’

Latest article