বিজেপি সভাপতিকে কালো পতাকা

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার :‌ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি আটকে গো-‌ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখাল গ্রামবাসীরা। সোমবার বেলা ১২টা নাগাদ কলকাতা থেকে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে কুলপির রামকৃষ্ণপুরে মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন সুকান্তবাবু (Sukanta Majumder)। এই খবর পেয়েছিলেন কুলপির শ্রীনগর গ্রামের বাসিন্দারা। উত্তরপ্রদেশের বারাণসীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজকের বিক্ষোভে শামিল হয় গ্রামবাসীরা। পাশাপাশি এদিন বিজেপির কর্মিসভাটি হয় রামকৃষ্ণপুর হাইস্কুল থেকে ঢিল ছোড়া দূরত্বে। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে। কিন্তু বিজেপি অবিবেচকের মতো স্কুলের পাশে কর্মিসভার স্থান ঠিক করে। এই সভা ঘিরেও ক্ষোভ দেখায় অবরোধকারীরা। এদিন পাঁচশোর বেশি পুরুষ ও মহিলা হাতে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। আটকে যায় সুকান্তবাবুর (Sukanta Majumder) গাড়ি। গো-‌ব্যাক স্লোগান দিতে থাকে অবরোধকারীরা। স্লোগান বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সড়ক।

Latest article