সংবাদদাতা, শিলিগুড়ি : সরকারি হাসপাতালে অসাধ্যসাধন। পিঠ, বুক ফুঁড়ে ঢুকে গিয়েছিল দেড় ফুটের বাঁশ। সফল অস্ত্রোপচার করে মহিলাকে নতুন জীবন দিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। মহিলার নাম শোভা দেবী। বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। রবিবার সকালে পাঞ্জিপাড়া এলাকায় অটোয় চেপে যাচ্ছিলেন। একটি বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে অটোটির ধাক্কা লাগে।
আরও পড়ুন-বিশেষ প্রশিক্ষণ নিতে মুম্বই যাচ্ছে বন দফতরের ৬ সদস্যের দল
দুর্ঘটনায় মহিলার বুক, পিঠ ফুঁড়ে যায় একটি বাঁশ। তড়িঘড়ি তাঁকে প্রথমে পূর্ণিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় পরিবারকে। এরপর সেখানে কিসানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তাঁরা। তবে সেখানেও বাঁশটি কোনওভাবেই বের করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। মুমূর্ষু যন্ত্রণাকাতর রোগীর এই জটিল চিকিৎসা করা সম্ভব নয় জানিয়ে দেওয়া হয়। এরপর প্রাণ বাঁচাতে কয়েক কিলোমিটার পথ পেরিয়ে ওই মহিলাকে রাত দেড়টা নাগাদ নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
আরও পড়ুন-২৭ মার্চ থেকেই শুরু হতে চলেছে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান পরিষেবা
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যানাস্থেশিয়া ও সার্জারি বিভাগের সাতজন চিকিৎসকের একটি দল গঠন করা হয়। ছিলেন সার্জারি বিভাগীয় প্রধান ডাক্তার অমলেন্দু নাথ সরকার, চিকিৎসক অভিষেক গঙ্গোপাধ্যায়-সহ বিশেষজ্ঞরা। চিকিৎসক অভিষেক গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম ফুসফুসে ক্ষত-সহ একাধিক হাড় ভেঙে গিয়েছে। কিন্তু ফুসফুস সেইভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায় অস্ত্রোপচার করা গিয়েছে। অস্ত্রোপচারের পর অনেকটাই ভাল আছেন ওই মহিলা। দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।