২৭ মার্চ থেকেই শুরু হতে চলেছে স্বাভাবিক আন্তর্জাতিক বিমান পরিষেবা

নির্দেশিকায় জানানো হয়, দ্রুতই পরিষেবা স্বাভাবিক করা হবে। অবশেষে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।

Must read

দেশে কমছে করোনা সংক্রমণ। অনেকটাই স্বাভাবিক হচ্ছে জনজীবন। এবার স্বাভাবিক করে হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা (International Flight)। ২৭ মার্চ থেকেই স্বাভাবিক পরিষেবা শুরু হতে চলেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে। সেদিন থেকেই দেশে কোনও আন্তর্জাতিক বিমান নামা বা ওঠায় নিষেধাজ্ঞা থাকবে না।

আরও পড়ুন-‘বিধায়কদের প্রতিদিন আসতে হবে, অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা যাবে না’ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা (Corona) সংক্রমণের জেরে ২০২০-র ২৩ মার্চ থেকেই ভারতের আন্তর্জাতিক উড়়ান পরিষেবা বন্ধ করা হয়। ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে পরিস্থিতি বুঝে কয়েকটি দেশের সঙ্গে সীমিত সংখ্যক উড়ান চলে। এর আগে একবার আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হলেও, ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে করোনার বিধিনিষেধ। কিছুদিন আগেই কেন্দ্রের এক নির্দেশিকায় জানানো হয়, দ্রুতই পরিষেবা স্বাভাবিক করা হবে। অবশেষে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।

Latest article