বেঙ্গালুরু : রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে খেলেছেন মাত্র একটি টেস্ট। তাতেই নেতা রোহিতের প্রশংসায় পঞ্চমুখ রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে রোহিতের নেতৃত্বের মানবিক দিকগুলো।
বুধবার বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘‘আমরা সবাই জানি, অধিনায়ক হিসেবে রোহিত ট্যাকটিক্যালি কতটা দক্ষ। কিন্তু ওর নেতৃত্বের আরও একটা দিক আমার চোখে পড়েছে। সেটা হল মানবিক গুণ। নেতা হিসেবে টিমের প্রত্যেক সতীর্থের পাশে থাকে। লক্ষ্য রাখে কেউ যেন আত্মবিশ্বাস হারিয়ে না ফেলে।’’
উদাহরণ হিসেবে মোহালি টেস্টের প্রসঙ্গ টেনে অশ্বিনের (Ravichandran Ashwin) বক্তব্য, ‘‘মোহালিতে জয়ন্ত যাদবকে ও যেভাবে ব্যবহার করেছে, ফাস্ট বোলারদের যেভাবে রোটেট করেছে, তা এক কথায় দারুণ। সব বোলারই যাতে পর্যাপ্ত বোলিংয়ের সুযোগ পায়, সেদিকে ও কিন্তু লক্ষ্য রেখেছিল।’’ তিনি আরও বলেন, ‘‘মোহালিতে ইনিংস ডিক্লেয়ার করার আগে রোহিত (Rohit Sharma) নিজে চেয়েছিল জাড্ডু যাতে ডাবল সেঞ্চুরি করে নিতে পারে। এই মানবিক গুণগুলো অধিনায়ক হিসেবে ওকে স্পেশ্যাল করে তুলেছে।’’
আরও পড়ুন-ফের নিউজিল্যান্ড, ঝুলন বলছেন আলাদা ম্যাচ
এদিকে, সদ্য কিংবদন্তি কপিল দেবকে টপকে ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অশ্বিন। এদিন অশ্বিন বলেন, ‘‘কপিল পাজি আমার বাড়িতে ফুলের তোড়া পাঠিয়েছেন। তার সঙ্গে হাতে লেখা একটি ছোট্ট চিঠিতে আমাকে অভিনন্দন জানিয়েছেন।’’