ফের নিউজিল্যান্ড, ঝুলন বলছেন আলাদা ম্যাচ

Must read

হ্যামিলটন : মেয়েদের বিশ্বকাপে বৃহস্পতিবার ফের মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের সুবাদে ভারতীয়দের ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। এবার মিতালিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (New Zealand)। যাদের সঙ্গে বিশ্বকাপের আগে ওয়ান ডে সিরিজে ১-৪ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ভারত। যদিও বুধবার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) সাফ জানিয়ে দিলেন, এবারের ম্যাচের প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। ঝুলনের বক্তব্য, ‘‘কালকের ম্যাচ পুরোপুরি আলাদা। কারণ এটা বিশ্বকাপের ম্যাচ। আমরা মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে চায়।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘নিউজিল্যান্ডের ওই সিরিজে আমাদের লক্ষ্য ছিল স্থানীয় পরিবেশ এবং উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া। যাতে বিশ্বকাপে পুরোপুরি তৈরি হয়ে মাঠে নামতে পারি।’’

আরও পড়ুন-শ্রীশান্তের অবসর

পিচের চরিত্র সম্পর্কে ঝুলনের (Jhulan Goswami) বক্তব্য, ‘‘পাটা উইকেট। কিন্তু মাঠ খোলামেলা হওয়ায় হাওয়া বইছে। তাই আমাদের বোলারদের সঠিক লাইন ও লংথে বল করতে হবে। আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, মাঠে নেমে নিজেদের পরিকল্পনাকে সঠিক ভাবে কাজে লাগানো।’’

এদিকে, আর মাত্র দু’টি উইকেট দখল করলেই মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট দখলের নতুন রেকর্ড গড়বেন ঝুলন। এই নজির আপাতত প্রাক্তন অস্ট্রেলীয় বোলার লিন ফুলস্টোনের (৩৯ উইকেট) দখলে। অন্যদিকে, ঝুলনের ঝুলিতে রয়েছে ৩৮ উইকেট। তিনি বলছেন, ‘‘রেকর্ড নিয়ে মাথা ঘামাই না। বরং দলের সিনিয়র সদস্য হিসেবে মাঠে নেমে নিজের সেরাটা দিতে চাই।’’

Latest article