রাজ্যপালকে কবিতায় কটাক্ষ রাজ্যের মন্ত্রী শোভনদেবের

Must read

রাজ্যের সাথে রাজ্যপালের সংঘাত অব্যাহত। রাজ্য সরকারের একাধিক বিষয় নিয়ে বারংবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। এবার নিজের লেখা কবিতায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে কড়া ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। আজ বৃহস্পতিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের নিজের লেখা বই ‘স্তব্ধ পৃথিবী’ প্রকাশ করেন। সেখানেই একটি কবিতায় শোভনদেব চট্টোপাধ্যায় লেখেন,

মহামান্য

আপনি নিশ্চয়ই অসামান্য

আইনবিদ হিসেবে হয়ত অনন্য

কিন্তু বিচার বোধে খামতি চোখে পড়ে

সময় জ্ঞানেও  মুখোস খুলে পড়ে।

যুদ্ধের সেনাপতির যদি ভুল কোন হয়

সময়টা নিশ্চয়ই ভুল ধরার নয়।

সময় অনেক পাওয়া যাবে যুদ্ধে জয়ী হয়ে

তখন না হয় কাটা ছেড়া করবো সময় নিয়ে।

কে ভুল কে ঠিক সময় বলে দেবে

তখন না হয় মহামান্য হিসাব বুঝে নেবে।

যুদ্ধে জয়ী হবার জন্য গড়ে তুলতে হবে ঐক্য

এখন না হয় বন্ধ থাক যা কু-বাক্য।

মহামান্য

আসীম ক্ষমতা আপনার হাতে

স্বয়ং রাষ্ট্রনেতা আপনার সাথে

সেই ক্ষমতা প্রয়োগ করুন রাজ্যকে বাঁচাতে,

মানুষ আপনাকে মনে রাখবে

সেই শুভ প্রভাতে।।

আরও পড়ুন – দমদম পার্ক থেকে গ্রেফতার পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডা

এই কবিতা লেখার কারণ স্বরূপ শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ওনেক রাজ্যপাল দেখেছেন। কিছু সময়ে রাজ্যপালের সঙ্গে বিরোধ হয়েছে রাজ্য সরকার। তবে কোনও সময় দেখেননি সবসময় সরকারের ভুল ধরার প্রবণতা, সরকারকে অপদস্থ করার প্রবণতা, সরকারকে বিপদে ফেলার প্রবণতা। তাই নিজের মনের ভাবনাকে কবিতার আকারে প্রকাশ করেছেন।

Latest article