ফের অগ্নিকাণ্ড কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়িতে

Must read

গার্ডেনরিচে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে খবর, দোতলা ওই বাড়িটিতে তেল মজুত করে রাখা হত। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব শীঘ্রই এলাকায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত স্থানীয়রা।

আরও পড়ুন – দমদম পার্ক থেকে গ্রেফতার পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডা

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে তাঁরা চায়ের দোকানে বসেছিলেন। এরপর হঠাৎই কলকাতা (Kolkata) পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখতে পান এক ব্যক্তি। চায়ের দোকানে উপস্থিত অন্যান্যদের বিষয়টি জানান ওই ব্যক্তি। তবে তাতে কেউই সেভাবে পাত্তা দেননি। পরিত্যক্ত বাড়ির সামনে জড়ো হয়ে থাকা আবর্জনায় আগুন লাগানো হয়েছে বলেই দাবি করেন স্থানীয়রা। তবে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের শিখা মুহূর্তের মধ্যে বাড়িটিকে গ্রাস করে। তেল মজুত থাকায় আগুন হু হু করে ছড়াতে থাকে।

এরপর পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। তবে প্রথমে সেনা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কীভাবে ওই পরিত্যক্ত বাড়িতে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কলকাতা (Kolkata) পোর্ট ট্রাস্টের ওই বাড়িটিতে আদৌ সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest article