বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি : রাজগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরির জন্য জমি নেওয়া ছিল আগেই। কাজও হয়েছে। শিল্প গড়তে আরও সাতটি জায়গা চিহ্নিত করল জেলা প্রশাসন। নাগরাকাটা, বানারহাট, লাটাগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি এবং রাজগঞ্জ এলাকার দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পপতিদের।
আরও পড়ুন-ঝুলনের কীর্তির দিনেও হার সেই কিউয়িদের কাছে
জলপাইগুড়ির চেম্বার অফ কমার্সের সম্পাদক অভ্র বসু জানান, ‘‘এই প্রকল্পে পাঁচ একর জমির নিয়ে তার ওপর শিল্পপতিরা শিল্প গড়তে পারবেন। আগে এই জমির পরিমাণ অনেকটাই বেশি নিতে হত। ফলে বহু উদ্যোগপতি ছোট ছোট শিল্প গড়তে পারতেন না। জেলা প্রশাসনের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে।’’ খুব শীঘ্রই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় একটি কাপড় তৈরির ফ্যাক্টরি হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডুয়ার্সে প্রচুর শুট্যিং হয়। এই জায়গাগুলিকে কেন্দ্র করে নতুন করে ভাবনাচিন্তা চলছে। বিভিন্ন শিল্পপতিদের কাছে এই বিষয়ে প্রস্তাবও দেওয়া হয়েছে। জেলাশাসক মৌমিতা গোধরা বসু জানান, শিল্পের প্রসারের জন্য নতুন নিয়মের কথা শিল্পপতিদের জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-“আমরা পাশে আছি” টেলি জগতকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
শিল্প অনুযায়ী তাঁরা সংশ্লিষ্ট দফতরে তারা সব নথি পাঠিয়ে দেবেন।’’ এ-ছাড়াও চিহ্নিত করা জায়গাগুলিতে যদি শিল্প গড়ে ওঠে তাহলে সেই এলাকার রাস্তাঘাট, আলোর ব্যবস্থা করবে জেলা প্রশাসন বলেও জানান। শিল্পনীতিতে পরিবর্তন আসায় শিল্পপতিরাও আগ্রহ দেখাচ্ছেন বলে জানান তিনি। প্রচুর জায়গা আছে প্রয়োজনে তাঁরা আরও জায়গা দিতেও রাজি তাতে একদিকে যেমন এলাকা উন্নত হবে অন্যদিকে এলাকায় কর্মসংস্থানও হবে।