বালিপাচার রুখতে আসরে এসডিও

ফলে বাঁধের অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। বালি চুরির বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়।

Must read

সংবাদদাতা,মালদহ : বালিপাচার রুখতে এবার আসরে নামলেন খোদ মহকুমাশাসক। মালদহের চাঁচোল ২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর ঘাট। দীর্ঘদিন ধরে নদীর চরে বালি তুলে পাচারের অভিযোগ। অভিযোগ মহকুমাশাসক কল্লোল রায়ের কাছে আসতেই নিলেন ব্যবস্থা। সরজমিনে হাজির হয়ে রুখলেন পাচার।

আরও পড়ুন-জলপাইগুড়িতে শিল্প হাব

উল্লেখ্য, বাঁধ দিয়ে নদী ঘিরে সেই নদীর জল পাম্পিং মেশিন দিয়ে টেনে তারপর নদী থেকে কাটা হচ্ছে বালি। আর সেই বালি ট্রাক্টরে লোড হয়ে পাচার হচ্ছে। এইভাবে নদীর বুক থেকে দিনের পর দিন বালি কেটে নেওয়ায় নদীপথ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। মহানন্দার বুক থেকে দীর্ঘদিন ধরেই বালি চুরির ফলে নদীবাঁধ ভাঙনের আতঙ্কে বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বাঁধ ভেঙে প্লাবিত হবে একাধিক গ্রাম বলে আশঙ্কা করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা বাচ্চু আলি জানান, মহানন্দার বুক থেকে কেটে নেওয়া হচ্ছে বালি। ফলে বাঁধের অবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। বালি চুরির বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়।

Latest article