ভেষজ আবিরে স্বনির্ভর মহিলারা

গাঁদা, পলাশ, বিট, হলুদ। এইসব দিয়ে দোলের আগে ভেষজ আবির তৈরির কাজ শুরু করলেন চোপড়া ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : গাঁদা, পলাশ, বিট, হলুদ। এইসব দিয়ে দোলের আগে ভেষজ আবির তৈরির কাজ শুরু করলেন চোপড়া ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। মূলত রাসায়নিক পদার্থের ক্ষতিকারক উপাদান থেকে মানুষকে বাঁচাতে এই আবিরের উৎপাদন করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বালিপাচার রুখতে আসরে এসডিও

উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর পঞ্চায়েতের ধন্দুগছ শক্তি স্বনির্ভর দলের সদস্যারা জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে এই আবির তৈরি করে চলেছেন। গাঁদা, হলুদ, বিট, গোলাপ, পলাশ-সহ ফুল ও ফলের বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি হয় এই ভেষজ আবির। কোনওভাবেই আবির ব্যবহারে ত্বক বা চোখের কোনও রকম ক্ষতির আশঙ্কাও নেই। খুব স্বাভাবিকভাবেই ভেষজ আবিরের চাহিদা বাড়ছে সর্বত্র। প্রতিবছরই জেলার বিভিন্ন এলাকায় ভেষজ আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গোষ্ঠীর সদস্যারা। গতবার দেড় কুইন্টাল ভেষজ আবির তৈরি করা হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বেড়েছে আবিরের চাহিদা। এবার তাই আরও বেশি পরিমাণ আবির তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানালেন স্বনির্ভর গোষ্ঠির সদস্যরা।

Latest article