প্রতিবেদন : কেওয়াইসি আপডেটের নামে ফের প্রতারণা। ব্যাঙ্কের নামে মেসেজ পাঠিয়ে গ্রাহককে বোকা বানিয়ে প্রায় লাখখানেক টাকা হাতাল প্রতারকরা। এমনই অভিযোগ হাওড়ার এক বাসিন্দার। ব্যাঙ্কের নাম করে তাঁর কাছে একটি মেসেজ পাঠানো হয়েছিল। সেখানে একটি লিঙ্ক দেওয়া হয়।
আরও পড়ুন-চুক্তি কর্মীরা কাজ হারাবেন না
সেই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য শেয়ার করলেই সম্পূর্ণ হবে কেওয়াইসি আপডেট। সেই মতো লিঙ্কে ক্লিক করতেই ধাপে ধাপে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় লাখখানেকের মতো টাকা তুলে নেয় জালিয়াতরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল সার্ভিস প্রোভাইডারের নাম করে এখন এই ধরনের প্রতারণা শুরু হয়েছে।