চুক্তি কর্মীরা কাজ হারাবেন না

সরকারি স্তরে বেশ কিছ নিয়োগ চালু হয়ে গিয়েছে। আগামীতে আরও হবে। পুরপরিষেবার মান বাড়াতে তাই বিভিন্ন পুরসভা কর্মী নিয়োগ করেছে। হাওড়াতেও সেই ধারা অব্যাহত।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া পুরনিগমে চুক্তির ভিত্তিতে নিযুক্ত ৪১৯ জন কর্মচারীর নিয়োগকে ঘিরে সমস্যা তৈরি হয়েছিল। গত ডিসেম্বর মাস থেকে তাঁদের চুক্তি পুনর্নবীকরণ না হওয়ায় বেতন পাচ্ছিলেন না তাঁরা। সমবায়মন্ত্রী অরূপ রায় সমস্যার সমাধানে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন। দ্রুত ওই কর্মচারীদের সমস্যার সমাধানের জন্য পুরমন্ত্রীকে অনুরোধ জানান অরূপ রায়। পুরমন্ত্রী তাঁকে ওই কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত সমস্যা আগামী সপ্তাহে সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন-দায়সারা ভাবে পালিত গান্ধী পুণ্যাহ

সোমবারই সম্ভবত তাঁদের নিয়োগ চুক্তি ফের নবীকরণ হবে। সেই সঙ্গে তাঁদের এই তিনমাসের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে বলে পুর দফতর সূত্রে জানা গিয়েছে। সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘পুরমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। সামনে সপ্তাহেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন।’’ সমবায়মন্ত্রী অরূপ রায়ের এই উদ্যোগে বেজায় খুশি হাওড়া পুরনিগমের চুক্তির ভিত্তিতে নিযুক্ত ওই কর্মীরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সমবায়মন্ত্রীকে এই ব্যাপারে নিশ্চয়তা দিতেই ৪১৯ জন ওই চুক্তিকর্মীরা কাজ হারাচ্ছেন না তা কার্যত নিশ্চিত হয়ে যায়। ওই চুক্তিকর্মীরা বলছেন রাজ্য সরকার তাঁদের নিয়োগের চুক্তি আগামী সপ্তাহে রিনিউ করবে জানিয়ে দেওয়ায় তাঁরা আরও উৎসাহের সঙ্গে কাজ করবেন। ১ ডিসেম্বর থেকে তাঁদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথাও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সমবায়মন্ত্রী অরূপ রায়কে জানিয়েছেন।

আরও পড়ুন-জমিজট খুলতে এক জানালা

তবে ওই চুক্তি কর্মীরা কাজে কোনও গাফিলতি করেননি। গত তিনমাস ধরে পুরসভার পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত ওই কর্মীরা সবাই তাঁদের নিজেদের কাজ করে চলেছেন। অবশেষে তাঁরা কেউ কাজ হারাবেন না, আগামী সপ্তাহেই তাঁদের নিয়োগের চুক্তি ফের পুনর্নবীকরণ হবে, একথা জানতে পেরে এখনই কার্যত অকাল হোলিতে মেতে ওঠেন হাওড়া পুরনিগমের ওই ৪১৯ জন চুক্তি-কর্মী। কাজ হারাবেন না জানতে পেরেই কার্যত অকাল হোলিতে মাতলেন হাওড়া পুরনিগমের ৪১৯ চুক্তি-কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ম সঙ্কোচনের বিরুদ্ধে। বরং তিনি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন নতুন কর্মসংস্থান তৈরি করার। সরকারি স্তরে বেশ কিছ নিয়োগ চালু হয়ে গিয়েছে। আগামীতে আরও হবে। পুরপরিষেবার মান বাড়াতে তাই বিভিন্ন পুরসভা কর্মী নিয়োগ করেছে। হাওড়াতেও সেই ধারা অব্যাহত।

Latest article