সংবাদদাতা, মালদহ : গঙ্গা-ভাঙন রুখতে কেন্দ্র সরকারকে আগেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কোনও তাপ-উত্তাপ নেই কেন্দ্রের। আর এই উদাসীনতার কারণে প্রত্যেক বর্ষাকালে ঘটছে বিপর্যয়। মালদহ (Malda) জেলার কালিয়াচক ৩নং ব্লকের বীরনগর ১, ২, লক্ষ্মীপুর, পারদেওনাপুর, কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে গঙ্গাবক্ষে। এবার ভাঙন রুখতে ব্যবস্থা না নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করলেও কোনও সাড়া মেলেনি। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মোদি। ব্যবস্থা না নিলে এবার গণ-আন্দোলন হবে।’’ কেউ আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়িতে, আবার কেউ রাজ্য সড়কের দুধারে, এমনকী জাতীয় সড়কের দুই ধারেও অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন ভাঙন কবলিত এলাকার গৃহহীনরা। নিজেদের শেষ সম্বলটুকু গঙ্গাবক্ষে বিলীন হয়েছে। কালিয়াচক ২ নং ব্লকের পঞ্চানন্দপুর এলাকা তলিয়ে গেছে গঙ্গা-গর্ভে।
আরও পড়ুন – শহর জুড়ে বসানো হবে এলইডি, দূষণমুক্ত শিলিগুড়ি গড়ার পথে পুরসভা
গত এক দশকে গ্রামের পর গ্রাম গ্রাস করেছে গঙ্গা। এই দুই ব্লকের ভাঙন-কবলিত এলাকাগুলি ফরাক্কা ব্যারেজ প্রকল্পের অধীনে রয়েছে। কিন্তু ভাঙন রুখতে সদিচ্ছার অভাব রয়েছে মালদহ (Malda) ফরাক্কা ব্যারেজ প্রকল্পের। ফলে বহুল সমস্যার সম্মুখীন হয়েছেন এলাকার মানুষজন। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত মানুষজন। অবিলম্বে ভাঙন রুখতে কেন্দ্র সরকার কোনও পদক্ষেপ না করলে গণ-আন্দোলনে নামবে মানুষজন। এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।