শহর জুড়ে বসানো হবে এলইডি, দূষণমুক্ত শিলিগুড়ি গড়ার পথে পুরসভা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : নতুন শিলিগুড়ি গড়ার মানচিত্র তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোর্ড গঠনের পরই ঝাঁ-চকচকে শিলিগুড়ি উপহার দিতে চলেছে সাধারণ মানুষকে। ইতিমধ্যে প্রথম বোর্ড মিটিংয়ের আগেই এক গুচ্ছর পরিকল্পনা নিয়েছে পুর বোর্ড। সোমবারের প্রথম বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব পাস হতে চলেছে। শিলিগুড়ি শহরকে আবর্জনাশূন্য করার পরিকল্পনা নিয়েছেন মেয়র গৌতম দেব। জঞ্জালমুক্ত শহর করতে এখন থেকে গোটা শহর জুড়ে রাত ন’টার পর থেকে আবর্জনা সংগ্রহের কাজ শুরু হবে। শিলিগুড়ি জুড়ে শহরের মুখ্য রাস্তাগুলি প্রতিদিন ধোয়া হবে তার জন্য আধুনিক গাড়িও কেনা হচ্ছে। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে খুব দ্রুততার সঙ্গে চালু হতে চলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট।

আরও পড়ুন – স্বাস্থ‍্যসাথী কার্ডে মিলবে আরও সুবিধা, নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

গৌতম দেব (Goutam Deb) এই বিষয়ে বলেন, ‘৪০০ বাড়ি নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হত এখন তা কমিয়ে ২০০ বাড়ি করা হয়েছে। প্রথম অবস্থাতে পঁচিশটি ওয়ার্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হবে। সুডা প্রায় ৭০০ কর্মবন্ধু ও কর্মসাথী কর্মী দিতে চলেছে।’ গৌতম দেব (Goutam Deb) বলেন, যে শহরের মুখ্য দুটি রাস্তা আশিঘর থেকে কোর্ট মোড় পর্যন্ত ও এনটিএস মোড় থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে নেতাজি মোড় পর্যন্ত রাস্তা দুটি পূর্ত দফতরের হাতে হস্তান্তর করা হবে। এ-ছাড়াও বর্ধমান রোডে যে ফ্লাইওভার তৈরি হচ্ছে তা শেষ করার জন্য পূর্ত দফতরের কাছে আবেদন জানানো হবে। এই সমস্ত বিষয় নিয়ে আগামী ২১ মার্চ শিলিগুড়িতে পূর্ত দফতরের সঙ্গে একটি বৈঠক আছে বলেও তিনি জানান।

Latest article