সংবাদদাতা, আসানসোল : বিজেপির অন্তর্দ্বন্দ্ব আবার প্রকাশ্যে। তথাগত রায়ের মতো নেতা সরাসরি উঁচুতলার নেতাদের ‘কামিনী কাঞ্চন’ যোগের যে অভিযোগ তুলেছেন, তাকে পক্ষান্তরে মান্যতা দিয়ে কুপ্রস্তাব ফিরিয়ে, ফেসবুকে দলের বিরুদ্ধে তোপ দেগে দল ছেড়েছেন আসানসোলের বিজেপি (BJP) নেত্রী সুস্মিতা দাশগুপ্ত। সরাসরি লিখেছেন, ‘বিজেপি এখন চোর, কয়লামাফিয়া, জেলখাটাদের পার্টি।’
সুস্মিতার পোস্ট ভাইরাল হতেই চারদিকে শোরগোল পড়ে যায়। কদিন আগেও যে লড়াকু নেত্রী দলের জন্য জান লড়িয়ে দিয়েছেন, দলের কোনও কর্মীকে ধরলে তাঁকে ছাড়াতে থানায় ছুটেছেন, কেউ আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছেন, গত বিধানসভা ভোটেও আসানসোল, বার্নপুর চষে বেড়িয়েছেন দলের হয়ে প্রচারে, সেই নেত্রীর হলটা কী? দলের বিরুদ্ধে দলীয় নেত্রীর বিদ্রোহে ওঁকে সোশ্যাল মিডিয়ার নেত্রী বলে অস্বস্তি এড়াতে চেয়েছে বিজেপি (BJP)। জেলা সভাপতি দিলীপ দে জানিয়েছেন, উনি দলের কোনও পদেই ছিলেন না।
আরও পড়ুন – গঙ্গা-গর্ভে তলিয়ে যাচ্ছে সম্বল, ভাঙন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন
উত্তরে ‘চৌকিদার সুস্মিতা দাশগুপ্ত’ লিখেছেন, ‘একদিন আগে ফেসবুকে আসানসোল বিজেপির বর্তমান চরিত্র তুলে ধরে দল থেকে অব্যাহতি নিই।… বর্তমান সভাপতি আমাকে সোশ্যাল মিডিয়ার কর্মকর্তা বলে চিহ্নিত করেছেন, আমি নাকি কোনওদিন দলে থেকে কোনও কর্মকাণ্ড করিনি। ওঁকে অজস্র ধন্যবাদ যে, উনি আমাকে সোশ্যাল মিডিয়ার বিজেপি কর্মী বলে চিহ্নিত করেছেন। ২০১৪-র শেষের দিকে আমি দলে যোগদান করি। দলকে ভালবেসে যা যা করা উচিত করেছি।’ দলীয় নেতৃত্বের খানিকটা অভিমানবশত সুস্মিতা বলেছেন, ‘আমি চলে গেলে দলের কিছু যাবে আসবে না। কিন্তু এভাবে চলে গেলে দলটাকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে।’