বিশ্বভারতীতে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত পরীক্ষা বয়কট

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : যখন পড়ুয়ারা হস্টেল, ক্যান্টিন না পেয়ে আন্দোলন করছেন, পরীক্ষা বয়কটে বাধ্য হচ্ছেন, তখন বিশ্বভারতীর (Visva Bharati) উপাচার্য আন্দোলন সামাল দেওয়ার জন্য তিন আধিকারিককে ভোজ দিতে চাইছেন। তাতেই নিন্দামুখর বিভিন্ন মহল। উপাচার্য বলেন, ‘তাঁকে কর্মসচিব বলেছেন, কতগুলো পচা আলু ও কিছু বহিরাগত এই ঘটনা ঘটাচ্ছে। তাদের সঙ্গে আছে কিছু শিক্ষকের প্ররোচনা।’ বলেন, ‘গতকাল আমার বাসভবনে পরীক্ষা বিভাগের বৈঠক হয়েছে। বলা হয়েছে, নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে বলবেন, তাতে তারা যদি পরীক্ষা না দেয়, দুশ্চিন্তা করবেন না। অর্ডিন্যান্স অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কালকে বিজ্ঞপ্তি দিয়ে আজ হস্টেল খোলা সম্ভব নয়। পদ্ধতি শুরু হয়েছে।’

আরও পড়ুন – স্বাস্থ‍্যসাথী কার্ডে মিলবে আরও সুবিধা, নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

এদিকে, শুক্রবার পরীক্ষা বয়কট করেন বিশ্বভারতীর (Visva Bharati) পড়ুয়ারা। স্লোগান দিতে থাকেন, ‘বিদ্যুতের বাড়লে তেজ, কমিয়ে দাও ভোল্টেজ।’ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বৃহস্পতিবার  বিভাগীয় প্রধান, কর্মী মণ্ডল ও কর্মী পরিষদের সদস্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন। বলেন, যেভাবে আন্দোলনের সময় কর্মসচিব লেফটেন্যান্ট কর্নেল আশিস আগরওয়াল, এস্টেট আধিকারিক অশোক মাহাতো এবং জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ পরিস্থিতি সামাল দিয়েছেন, তাঁদের ‘গ্রেট গ্রেট গ্রেট ফিস্ট’ দেওয়া উচিত। টিএমসিপি ইউনিটের সভাপতি মীনাক্ষী ভট্টাচার্য বলেন, ‘কীসের পরীক্ষা? পরীক্ষা হলে তো অ্যাডমিট কার্ড ইস্যু হবে। পরীক্ষার্থীদের তো রোল নং থাকবে।’

Latest article